৩৩ নয়, পাশ মার্ক ৯৩ করার দাবী ক্লাস টপারদের

২৯১ পঠিত ... ১৬:৫২, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

৩৩-নয়,-পাশ-মার্ক-৯৩-করার-দাবী-ক্লাস-টপারদের (1)

পরীক্ষা ব্যবস্থা চালু হওয়ার পর থেকেই পাশ মার্ক তেত্রিশেই হয়ে আসছে। এ নিয়ে কখনোই কোনো মতবাদ দেখা যায়নি। বরং মাঝেমধ্যেই ১/২ এর জন্য ফেইল করা স্টুডেন্টরা চাইতেন পাশ মার্ক যেন আরেকটু কমিয়ে আনা হয়। তবে এবার উঠেছে এক ভিন্ন দাবী! পাশ মার্ক বৃদ্ধি করা নিয়ে একদল দাঁড়িয়েছে শাহবাগের মোড়ে।

মোড়ে দাঁড়ানো ছাত্রদের মধ্যে গোল ফ্রেমের চশমা আর মাথায় ঘন নারিকেল তেল দেয়া এক ছাত্রের সাথে কথা বলার সুযোগ পেলেন আমাদের সাংবাদিক। উক্ত ছাত্র জানালেন, ‘আমরা তো ভালো ছাত্র। সবসময় পরীক্ষায় ১০০তে ১০০ নিয়ে আসি। আমি একবার ৯৯.৫ পেয়েছিলাম সেজন্য আমি তিনদিন ভাতই খাইনি। আমাদের এতো স্যাক্রিফাইস মাঠে মারা যাচ্ছে। ক্লাসের অন্যান্য ছেলেরা কোনোরকমে পড়েই আমাদের সাথে অন্য ক্লাসে উঠে যাচ্ছে, এটা করা যাবে না।’

তাদের সাথে একদল আন্টিকেও যোগ দিতে দেখা গেলো, আন্টিদের একই দাবী। তাদের বাচ্চা-কাচ্চা দিনরাত এক করে পড়ে তারপর ভালো রেজাল্ট করে পরের ক্লাসে উঠছে অথচ কিছু বাচ্চা কোনোরকম পাশ করেই তাদের সাথে একই ক্লাসে চলে আসছে। এমন সময় মায়ের হাত ধরে বসে থাকা এক ছাত্র বললো, ‘খুব সমস্যা হলে, মোট মার্ক ২০০ করে দিলেই হয়। পাশ তাহলে ১০০ তে হবে। এটা বেশি ভালো।‘

তাদের এই দাবী শুনে টেনেটুনে পাশ করা এক ভাইকে ভিডিও কল দিলে তিনি জানালেন, ’৯৩ করলেই কি বা ৩৩ রাখলেইবা কি! আমি তো ২৩ এর বেশি পাই না।‘

২৯১ পঠিত ... ১৬:৫২, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

Top