বাংলালিংক তাদের ৪ কোটি মাইলফলক ক্রস করেছে। এতে বাংলালিংকের পাশাপাশি সবথেকে খুশি দেখা যাচ্ছে গ্রামীণফোনকে। অভিনন্দন আর তারপর অভিনন্দনের জন্য ধন্যবাদ পোস্ট এসবের মধ্যেই যাচ্ছে গ্রামীণফোন আর বাংলালিংকের দিন। তবে জানা গেছে, তাদের এই যুদ্ধ সোশ্যাল মিডিয়ার অডিয়েন্সরা খুব উপভোগ করছেন। অনলাইনে বেড়ে যাচ্ছে পপকর্নের চাহিদা।
এমন সময় আমাদের ফেসবুক পেইজে একজন রবি ইউজার মেসেজ করে জানালেন, ‘খুব মজা লাগতেছে ভাই। উপরে উপরে ভালোবাসা আর ভেতরে ভেতরে জেলাসি, তারা মনে করছে আমরা বুঝবো না। কিন্তু আমরা তো অনেক মজা পাচ্ছি। আমি চাই, তাদের মধ্যে একটা প্রেম হোক তারপর গ্রামীণফোন বাংলালিংককে এক্সপোজ করে দিক। তাইলেই হবে আসল খেলা।’
এদিকে এক বাংলালিংক ইউজার খুব আনন্দ নিয়ে জানালেন, ‘আমার জন্য খুবই ভালো হইছে। আমার ক্রাশ একজন গ্রামীণফোন ইউজার আর আমি বাংলালিংক। আমি এসব ঘটনার পরপরই ক্রাশকে মেসেজ করেছি, “দেখো গ্রামীণফোন আর বাংলালিংকও এক হয়ে গেল, এবার শুধু আমরাই বাকি।“ এখন আমি আর আমার ক্রাশ একসাথে সোফায় বসে পপকর্ন খেতে খেতে ওদের যুদ্ধ দেখছি।’
সবাই যেমন তেমন সবথেকে বেশি খুশি হয়েছে অনলাইন পপকর্ন সেলাররা। তাদের যেন ইদের চাঁদ উঠেছে গ্রামীণ আর বাংলালিংকের হোম পেইজে!