মাংসের দামে আগুন, ভেজিটেরিয়ান হবার পথে সুন্দরবনের বাঘেরা

২০৪ পঠিত ... ১৬:১৩, ফেব্রুয়ারি ২২, ২০২৩

Mangsher-dame-agun

অন্য সকল নিত্যসামগ্রীর মতো মাংসের বাজারেও আগুন লেগেছে গত কয়েকদিন ধরে। আর এর জের ধরেই ভেজিটেরিয়ান হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুন্দরবনের বাঘেরা। জানা যায় নিজেদের ভাগের মাংস কোথাও কোথাও ব্ল্যাকে বিক্রিও করছেন তারা।  

বিস্তারিত জানতে এক বাঘমামার ডেরায় আমাদের প্রতিবেদক গেলে তিনি বলেন, ‘ভেতরে আসেন ভয় নাই। মাংস খাওয়া ছাইড়া দিছি অনেক দিন আগে। শুনলাম খাসির মাংস নাকি ১১০০ টাকা কেজি। এইটা শোনার পর থেকে ভাবলাম মাংস খাওয়ার দিন শেষ, এখন শুধু নাকের পানি আর চোখের পানি খেয়েই বেঁচে থাকতে হবে। পরে আপনাদের মধ্য থেকে এক আমলা আমারে কল করে বুদ্ধি দিলো যে ব্ল্যাক মার্কেটে নাকি মাংস বিক্রি করলে বেশ লাভ পাওয়া যাচ্ছে। তাই শিকার করে সে মাংস ব্ল্যাক মার্কেটে বেঁচে এখন বউ বাচ্চা নিয়ে কোনোরকমে লতাপাতা খেয়ে টিকে আছি।’

বাঘ মামার দেখাদেখি কুমিরও জলের তলে মাছ ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলার ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে বলে আমরা জানতে পারি। সুন্দরবনের জেলেদের অল্প দামে মাছ সাপ্লাইয়ের ব্যাপারে তাদের সাথে কুমির সমিতির আলাপ আলোচনায় চলছে বলে জানা যায়। নিজে থেকেই এক কুমির আমাদের ফোন করে কুমিরের ঐতিহ্যবাহী কান্না করতে করতে বলেন, ‘আপনাদের দুঃখ দেখে নিজেকে আর সামলে রাখতে পারছি না ভাই। আমাদের কিছু লাগবে ন্‌ আপনারা কিছু খেয়ে পরে বাঁচেন তাতেই আমরা খুশি। শুধু নেতাদের মতো কানাডার বেগমপাড়ায় একটা লেক দিলেই হবে।’

২০৪ পঠিত ... ১৬:১৩, ফেব্রুয়ারি ২২, ২০২৩

Top