ডিম ও ব্রয়লার মুরগির দামের উর্ধ্বগতি। বিলুপ্তির পথে ব্যাচেলর প্রজাতি

১২৪ পঠিত ... ১৬:১৭, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

ডিম-ও-ব্রয়লার-মুরগির-দামের-উর্ধ্বগতি।-বিলুপ্তির-পথে-ব্যাচেলর-প্রজাতি

ডিম ও ব্রয়লার মুরগির দাম মোটামুটি আকাশ ছুঁতে শুরু করেছে গত কয়েকদিন ধরেই। আর এর জের ধরে পৃথিবীর বুক থেকে বিলুপ্তির পথে বাংলার ব্যাচেলর প্রজাতি। মূলত এই দু’টি খাবারের উপর ভরসা করেই প্রাগৈতিহাসিক যুগ থেকে বাংলায় টিকে আছে ব্যাচেলর সমাজ, এমনকি ব্যাচেলরদের ক্ষেত্রে ‘যার কেউ নাই, তার ডিম আছে’ প্রবাদটিও বেশ প্রচলিত। কিন্তু দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতিতে তাদের অস্তিত্ব আজ মহাবিপদের মুখে।  

ভুক্তভোগী এক ব্যাচেলর ভাইয়ের বক্তব্য জানার জন্য তার বাসায় গেলে দেখা যায় এক ডিম তারা ১২ জন ভাগাভাগি করে খাচ্ছেন। খেতে খেতে ব্যাচেলর ভাইটি কান্নাজড়িত কণ্ঠে আমাদের বলেন, ‘ভাই জীবনে কিচ্ছু আর রইলো না। প্রেম তো অনেক আগেই জীবন থেকে বিদায় নিয়েছে, বেঁচে থাকার শেষ যে সম্বল মুরগি আর ডিম সেগুলোও এখন আওতার বাইরে চলে যাচ্ছে। জানি না এভাবে কতদিন টিকে থাকতে পারবো। আপনারা সবাই আমাদের জন্যে দোয়া করবেন।’

অন্যদিকে ব্যাচেলর প্রজাতিকে টিকিয়ে রাখতে রাস্তায় মানববন্ধন করছে বেশ কয়েকটি ব্যাচেলরদের সংগঠন। ঘটনার ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে এক ব্যাচেলর বিজ্ঞান বিশেষজ্ঞ আমাদের বলেন, ‘অবিলম্বে ঢাকার সবগুলো বাজারগুলোতে ব্যাচেলর কোটা চালু করা হোক। না হলে পৃথিবীর বুক থেকে যদি ব্যাচেলররা হারিয়ে যায় তবে প্রেম বাজারের ভারসাম্য বজায় থাকবে। পরিবেশগত দিক থেকে এটি গ্লোবাল ওয়ার্মিং থেকেও ভয়াবক একটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে।’

১২৪ পঠিত ... ১৬:১৭, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

Top