আগে চান্স পেয়ে দেখান: রবীন্দ্রনাথকে ঢাবি প্রক্টর

২৭৭ পঠিত ... ১৭:৩৬, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

Chance-peye-dekhan

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে থাকা রবীন্দ্রনাথের প্রতিবাদি ভাস্কর্যটি গুম হয়ে গেছে। আজ সকালে ভাস্কর্যটির মাথা পাওয়া গেলেও বডি এখনও খোঁজা হচ্ছে। বিষয়টি নিয়ে চারদিকে নানান সমালোচনাও চলছে। কেউ কেউ আঙুল তুলছেন প্রক্টোরিয়াল টিমের দিকেও।  

তবে এদিকে eআরকিকে দেয়া এক কাল্পনিক সাক্ষাতকারে ঢাবির প্রক্টোরিয়াল টিমের একজন রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আগে চান্স পেয়ে দেখান।’ বিষয়টি নিয়ে রবীন্দ্রনাথ কিছুটা লজ্জার মুখে পড়েছেন বলেও জানা যায় অন্য একটি অবিশ্বস্ত সূত্র থেকে।  

প্রক্টোরিয়াল টিমের এক সদস্য eআরকিকে কাল্পনিক সাক্ষাতকারে আরও বলেন, ‘কেউ চাইলেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারবে না! উনি কি ভর্তি পরীক্ষা দিছে? উনি কি ইভিনিং এমবিএতে ভর্তি হইছে? তাইলে উনি কীভাবে এখানে এসে এভাবে বেহায়ার মতো দাঁড়াইয়া থাকে।’

অন্য এক প্রক্টর বলেন, ‘অন্তত সাত কলেজের কোথাও ভর্তি হলেও তো মানা যেতো!’

২৭৭ পঠিত ... ১৭:৩৬, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

Top