মাইক ভাড়া করে গালিগালাজ করার খবরে আতঙ্কে দুর্নীতিবাজরা

১৬০ পঠিত ... ১৭:৩২, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

Mike-vara-kore

সম্প্রতি নিজের মোবাইল চুরির ক্ষোভ মেটাতে মাইক ভাড়া করে চোরকে গালাগালি করে খবরে এসেছেন ভৈরবের এক বাসিন্দা। এই ঘটনা সোস্যাল মিডিয়ার নানা জায়গায় ছড়িয়ে পরার নতুন এক আতঙ্কের খবর পাওয়া গেছে। জানা গেছে, ভৈরবের এই বাসিন্দার চোরকে গালিগালাজ করার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে দুর্নীতিবাজদের মাঝে।

দেশের নানান সরকারি অফিসে গিয়ে ঘটনার সত্যতা জানা যায়। কারওয়ান বাজারে ৫৮০ নম্বর রোডের রাস্তায় একটি সরকারি অফিসে গেলে সেখানকার কর্মীরা নানাদিকে ছোটাছুটি করতে থাকে। একজনকে থামালে আমরা কিছু বলার আগেই তিনি চিৎকার করে বলে উঠেন, ‘আমাকে কেন গালিগালাজ করবে! আমি কি চোর নাকি! সামান্য হয়তো ঘুষ খাই! তাই বলে তো গালিগালাজের ভয় করার কিছু নাই।‘

জানা গেছে, এই বিপদ ঠেকাতে সচিবালয়সহ দেশের সকল সরকারি অফিসের আশেপাশে মাইকসহ কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি সম্পূর্ণ অবিশ্বস্ত সূত্র এমনটা নিশ্চিত করেছে।

এদিকে এই ঘটনার পর কানাডিয়ান অ্যাম্বাসিতেও বেড়েছে ভীড়। লাইনে দাঁড়ানো এক লোকের সাথে কথা বলে জানা যায়, ‘সকাল থেকে জেগে থেকেও মাইকের গালিগালাজের শব্দ শুনছে! শব্দ দূষণের এই প্যারা আর তিনি চান না দেখে কানাডা চলে যাচ্ছেন। ওখানে নাকি মাইকে কোন খবর নাই! ঘুষ নাই, গালিগালাজও নাই!’

১৬০ পঠিত ... ১৭:৩২, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

Top