বাসার শোকেসে সাজানোর জন্য আধুনিক মানের চায়ের কাপ কিনতে ইউরোপ যেতে চান ইস্কাটন ভাবি সমিতির সদস্যরা। সরকারি চাকরিজীবী ভাইদের সহধর্মিণী এইসব ভাবিদের দাবি তাদের সঙ্গীরা সুই কেনার জন্য হলেও ইউরোপে চলে যায় তাহলে তারা কী দোষ করেছে? যদি চায়ের কাপ কিনতে তাদের ইউরোপ যাওয়ার ব্যবস্থা না করে দেওয়া হয় তবে বাসায় আসলে ভাইদের চা খাওয়া বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তারা।
এ ব্যাপারে ভাবি সমিতির সহ-সভাপতি ভাবি আমাদের ভাবি প্রতিবেদককে বলেন, ‘জানেন ভাবি, ও দুইদিন পরপরই আমেরিকা-ইউরোপে ঘুরে বেড়ায়। এবার নাকি লিফট কেনার জন্য ফিনল্যান্ডেও যাচ্ছে। আর আমি কোথাও যেতে চাইলেই নাজিরাবাজারে নিয়ে কাচ্চি খাওয়ায়ে চলে আস… এমন অসমতা কয়দিন মানা যায়? এবার যদি চায়ের কাপ কিনতে কমপক্ষে আমি ফ্রান্সে যেতে না পারি তবে ওর ওয়ানডে কি আমার ওয়ানডে।’
তবে ভাবিদের চায়ের কাপ কিনতে ইউরোপ পাঠানো হবে কিনা এ ব্যাপারে ভাইদের মতামত জানতে চাওয়া হলে তাদের কাউকে পাওয়া যায়নি। এমনকি তাদের ফোন নাম্বারও বন্ধ পাওয়া যায়।