সাইফুদ্দিনের মিলনের পোস্টার নিয়ে ইতোমধ্যে নানান অভিযোগ করেছেন ঢাকাবাসী। ঢাকার নানান প্রান্তের পাশাপাশি পৃথিবীর বাইরেও লক্ষ করা গেছে সাইফুদ্দিন মিলনের পোস্টার। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবির তথ্য বিশ্লেষণ করে জানা যায়, নীল আর্মস্ট্রংরা চাঁদে গিয়ে সর্বপ্রথম সাইফুদ্দিন মিলনের পোস্টার দেখতে পায়।
জানা গেছে, চাঁদে এখনও সাইফুদ্দিন মিলনের পোস্টারের অস্তিত্ব লক্ষ করা গেছে। চাঁদের সৌন্দর্য্যও নাকি পড়েছে হুমকির মুখে। এমনটাই জানালেন, চাঁদের একমাত্র আদিবাসী মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী।
চাঁদ থেকে নাসার মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এমন অভিযোগের কথা জানান সাঈদী। তিনি বলেন, ‘ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। কোথাও বসা যাচ্ছে না। যেখানে যাই সেখানেই সাইফুদ্দিনের পোস্টার। এই জীবন পাওয়ার জন্য আমি এখানে আসলাম নাকি!’
এইসময় তিনি ধর্মকে হুমকির মুখে ফেলার জন্য ইহুদি-নাসারাদের নানান ষড়যন্ত্রের কথাও বলেন। তিনি বলেন, ‘এই ইলন মাস্ক, এই নাসা, এই জেফ বেজোসরা ধর্মপ্রাণ মানুষদেরকে বিপদে নেয়ার জন্য আমার সাথে এই ধরনের ষড়যন্ত্র করছে।‘