শিক্ষকদেরকে দাম্পত্য কলহ দূর করে হলে প্রবেশের অনুরোধ শিক্ষার্থীদের

২৭১ পঠিত ... ১৭:৪৯, ফেব্রুয়ারি ০২, ২০২৩

Dampotto-koloho

পরীক্ষার হলে শিক্ষকরা হয়ে ওঠেন সবচেয়ে কড়া। তবে এরমধ্যে কিছু শিক্ষক একদমই ঘাড় ঘোরাতেও দেন না, তাদের দেখলে ছাত্ররা মনে করে বাসায় নিশ্চয়ই মন মেজাজ ভালো ছিলো না। এই শিক্ষকদের কাছেই ছাত্রদের এই বিশেষ অনুরোধ। ঘরে যা কিছুই হোক না কেন পরীক্ষার হলে সেসব ভুলে গার্ড দেয়ার অনুরোধ তাদের।

এ বিষয়ে সিটি কলেজের এক ছাত্র জানালেন, ‘আর বইলেন না ভাইয়া, স্যার কী করে বাসায় স্যারই জানে। রাগারাগি করে নাকি রাতে ম্যাডামের সাথে কিছু হয় আমরা কিছুই বুঝি না, সব রাগ এসে ঝাড়েন আমাদের উপর! পাশেরজনেরটা দেখা তো দূর একটু ঘাড় ঘোরালেই কেয়ামত দেখতে হয়। যেভাবেই হোক আমাদের এ অত্যাচার থেকে নিস্তার পেতেই হবে।‘ 

এদিকে ঢাকা ভার্সিটির এক ছাত্র বললেন, ‘হলে তো যেমন তেমন স্যার একটু সা, সিঙ্গাড়া খাওয়ার ব্রেকে গেলেও আমরা দেখে ফেলতে পারি বা আইডিয়া নিতে পারি। কিন্তু, স্যার যখন বাসায় খাতা দেখে, তখন যে কী চিন্তা করে দেখে আমার মাথায় ঢুকে না ভাই! মনে হয় স্যার শপথ নেয়, সবগুলো খাতায় শুধু শূন্য দিয়ে যাবো আর কিছু না। হোক হল কিংবা বাসা, কোনোপ্রকার দাম্পত্য কলহ ছাড়াই প্রবেশ করতে হবে।‘

এ সময়ে এক ছাত্র কাঁদতে কাঁদতে বলেন, ‘আপনাদের ঘরের ঝামেলার জন্য আমাদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে ফেলে দিবেন না।‘

শিক্ষকদের সাথে কথা বলা যাচ্ছে না তবে এক শিক্ষক কানে কানে জানালেন, এটা শিক্ষকদেরও একটা আর্ট। কেন ছেড়ে দেবে! ছাড়বে না!’

২৭১ পঠিত ... ১৭:৪৯, ফেব্রুয়ারি ০২, ২০২৩

Top