পড়ালেখার পাশাপাশি ছিনতাই, স্বাবলম্বী তরুণদের গল্প

২৪৭ পঠিত ... ১৭:১৩, ফেব্রুয়ারি ০১, ২০২৩

Poralekhar-pashapashi-Chintai

এখনকার তরুণরা শুধু পড়ালেখা করেন না, পড়ালেখার পাশাপাশি নিজেদের প্রতিভা মেলে ধরেন নানান সেক্টরে। কেউ ভ্লগ বানান, কেউ করেন ভলান্টিনারি, কেউ নেন অনলাইন কোচিং, কেউবা পড়ালেখার পাশাপাশি করেন ছোটখাটো ব্যবসাও। কিন্তু এইসব মূলধারার কাজের পাশাপাশি কিছু কিছু তরুণ বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন ধারার পেশা। এমনই একদল উদ্যমী তরুণদের গল্প জানাবো আজ।

এই তরুণরা করেন ছিনতাই। বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় ছিনতাই করে নিজেদের স্বাবলম্বি করে তুলেছেন তারা।

সারাদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ সবাই যখন বাসায় গিয়ে বিশ্রাম নেয় কিংবা বন্ধুদের সাথে অহেতুক আড্ডায় সময় কাটায়, তখন এই তরুণরা বেরিয়ে পড়েন নিজেদের স্বপ্নের পথে। বিশ্ববিদ্যালয় এলাকায় একটা চক্কর দিয়ে এসে টিএসএসিতে কোনরকম রাতের খাবার শেষ করে বাসায় যান, পরেরদিন সকালে আবার নেমে পড়েন স্বপ্নের পথে।

এমনই এক তরুণের সাথে কথা হয় eআরকির। নাম প্রকাশে অনিচ্ছুক এই তরুণ বলেন, ‘স্বপ্নের জন্য কতকিছু যে ত্যাগ করতে হয়! ক্যাম্পাসে কত আনন্দ হয়, কনসার্ট হয়, নাটক হয়, কবিতার আসর হয়-আমরা যেতে পারি না। নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষে সেইসবকে পাশ কাটিয়ে যেতে হয় উদ্যানে!’

এইসময়ে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘এই শহরে মধ্যবিত্ত ছেলেদের এভাবেই বেঁচে থাকতে হয়। স্বপ্নের পথে এভাবেই দৌড়াতে হয়। নইলে সাফল্যের শেখরে ওঠা যায় না।‘

পড়ালেখার পাশাপাশি ছিনতাই করে নিজেদের অনেক শখও মেটাচ্ছেন তারা। কেউ কিনেছেন বাইক, কেউবা গাড়ি। কেউ কেউ ঢাকা শহরে বাড়িও বুক দিচ্ছেন।

নিজেদের এভাবে স্বাবলম্বি করে একদিন দেশের হালধরার স্বপ্ন দেখেন তারা। বাংলাদেশের তরুণরা এগিয়ে যাচ্ছে, কার সাধ্য বাংলাদেশকে রুখবে!

২৪৭ পঠিত ... ১৭:১৩, ফেব্রুয়ারি ০১, ২০২৩

Top