'গান শোনার সময় কার কথা মনে করে কষ্ট পাবেন?' সমাধানে এলো এক অভিনব প্রযুক্তি

৩১৫ পঠিত ... ১৭:২০, জানুয়ারি ৩০, ২০২৩

Gaan-shonar-somoy

গান আমরা কম-বেশী সবাই শুনি। কিন্তু সমস্যা হয় তখনই যখন গান বাজানোর পর কোনোভাবেই সিদ্ধান্তে আসতে পারি না। কার কথা মনে করে কষ্ট পাবো! কাকে মনে করে কান্না করব এই ডিসিশন নেয়ার আগেই গান শেষ হয়ে যায়। এই সমস্যা সমাধানেই এসেছে এক অভিনব প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করলে, গান বাজার আগেই আপনি জেনে যাবেন এই গান শুনে কার জন্য কান্না করতে হবে।

এই প্রযুক্তি উদ্ভাবনকারী নিজের নাম প্রকাশে অনিচ্ছা দেখিয়ে একটা সাক্ষাৎকার দিলেন। তিনি জানালেন, ‘আমি খুব সহজ করেই এটা আবিষ্কার করেছি। গান শোনা, কার জন্য শুনছি সেটা ভাবা, তারপর কান্না করা। এটা অনেক লং প্রসেস। আমি এই লং প্রসেসটাকেই একদম সহজ করে নিয়ে এসেছি। গান চালু করার আগেই আমার ভয়েস-ওভারের মাধ্যমে যে ব্যক্তির জন্য কান্না করবে, কেন কান্না করবে তার কারণ, এবং ওই ব্যক্তির নাম পরিচয় শুনতে পারবে।‘

তার এই প্রযুক্তি প্রথমে ট্রায়াল হিসেবে দুই তরুণ-তরুণী ব্যবহার করলেন। তরুণী জানালেন, ‘আমি খুবই অবাক হয়েছি। আমি আমার খুব পছন্দের একটা স্যাড গান বাজালাম আমাকে বলে দিলো, “দুই বছর আগে বড় আপুর বিয়েতে যে মামাতো ভাইয়ের সাথে গলায় গলায় প্রেম করেছিলেন, বিয়ের পরেরদিনই সে আপনাকে ভুলে যাওয়াতে আপনার অনেক কষ্ট হয়েছে। নেন এবার এই গান শুনে তার কথা ভেবে কান্না করুন।“ আমি ওই গান শুনে অঝোরে কান্না করেছি, যা আগে পারতাম না। আগে কাকে নিয়ে কান্না করব তা ডিসাইড করার আগেই গান শেষ হয়ে যেত।‘ 

এদিকে তরুণের সাথে কথা বললে তিনি দিলেন এক অবাক করা তথ্য। আমাদেরকে বললেন, ‘আরে ভাই আমি ক্লাস টেনে থাকতে এক মেয়ের লগে প্রেম করছিলাম। এতবছরে ওর কথা আমার একদিনও মনে হয় নাই। আমি ভুলেই গেছি। আজ ওদের প্রযুক্তি ব্যবহার করার সময় আমাকে বলতেছিল, “যে মেয়েকে ক্লাস টেনে থাকতে ধোকা দিয়েছিলে, তার জন্য গিলটি ফিল নিয়ে কান্না করো!” এটা একটা মারাত্মক প্রযুক্তি ভাই। তাড়াতাড়ি বাজারে ছাড়ার ব্যবস্থা করেন।‘

৩১৫ পঠিত ... ১৭:২০, জানুয়ারি ৩০, ২০২৩

Top