চলে আসলো সরস্বতী পূজা। সরস্বতী বিদ্যার দেবী। তার কাছে সবাই পড়ালেখার জন্য বর চায়। কিন্তু গত কয়েকবছরের পরিসংখ্যানে দেখা গেছে ভিন্নচিত্র। পূজাকে সামনে রেখে রেজাল্টে উন্নতির পরিবর্তে প্রেমের আবদার বেশি জমা পড়ছে সরস্বতীর কাছে। সিঙ্গেল ছেলেমেয়েরা পড়ালেখায় ভালো করার পরিবর্তে সরস্বতীর কাছে চাচ্ছেন বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড।
বিষয়টি নিয়ে eআরকির সাথে কথা বলেছে দেবী সরস্বতী। লেটারবক্স থেকে প্রেমের আবদারের বেশ কিছু লেটার দেখিয়ে সরস্বতী বলেন, ‘এখানে লাস্ট দুইমাসের লেটার। সবাই আমার কাছে বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড চাচ্ছে। আমি পড়ছি বিপদে! এত বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড আমি কোথায় পাবো?’
পরিসংখ্যানবিদরা বলছেন, দেশে সম্প্রতি সিঙ্গেল ছেলেমেয়ের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন পরিবর্তন দেখা গেছে। এতে আসলে ছেলেমেয়েদের কোন দোষ নাই। সরস্বতী পূজায় তো আর একা ঘুরাঘুরি করা যায় না। মান-ইজ্জতের প্রশ্ন।
সিঙ্গেলদের পাশাপাশি মিঙ্গেলরাও নানান বর চাচ্ছেন সরস্বতীর কাছে। এক মিঙ্গেলের লেটার দেখিয়ে সরস্বতী বলেন, ‘এই বদটা আমার কাছে সহজে কুচি ধরার মেধার জন্য বর চাইছে! এখন কুচি ধরাও আমাকে শেখানো লাগবে! আমি একা আর কত করবো!’
এতটুকুও না হয় মানা যেতো! কিন্তু কেউ কেউ নিয়ে আসছেন নানান অদ্ভূত আবদার। জানা যায়, গার্লফ্রেন্ড থাকা স্বত্বেও কেউ কেউ পূজায় ঘুরার জন্য চাচ্ছেন নতুন গার্লফ্রেন্ড। একজন চেয়েছেন, ক্রাশের যেন ব্রেকাপ হয়ে যায়, এই পূজায় সে যেন ক্রাশের সাথে ঘুরতে যেতে পারে।