তোমাদের দেখে হিংসে হয়; ঢাকার মশাকে নিউইয়র্কের মশা

২৫৬ পঠিত ... ১৬:৪০, জানুয়ারি ২৫, ২০২৩

তোমাদের-দেখে-হিংসে-হয়;-ঢাকার-মশাকে-নিউইয়র্কের-মশা

ঢাকার দুই সিটি কর্পোরেশন গত ৯ বছরে মশার পেছনে খরচ করেছে ৬৩৬ কোটি টাকা (তথ্যসূত্র: কালবেলা)। প্রতি বছরই মশার জন্য বরাদ্দ বাড়ছে, বাড়ছে মশাও। ঢাকার মশাদের এমন সৌভাগ্য দেখে হিংসায় জ্বলেপুড়ে মরছেন বিশ্বের নানা প্রান্তের মশারা। নিউইয়র্কের মশারা ইতোমধ্যে ঢাকার মশাদের এই হিংসার কথা জানিয়েছেনও। নিউইয়র্কের টাইমস স্কয়ারের একটি মশা ঢাকার গুলিস্তানের এক মশাকে ফেসবুকে মেসেঞ্জারে লিখেছেন, ‘তোমাদের দেখে হিংসে হয়।‘

নিউইয়র্কের এই মশা ইনবক্সে আরও বলেন, ‘প্রতিবছরই ওদের জন্য খাদ্যের যোগান আসে। সেই খাদ্য খেয়ে নেশা করে ওরা ঢুলুঢুলু হয়ে আমাদের ভিডিও কল দিয়ে বলে, ‘উড়তেছি মাম্মা!’ হিংসা তো হবেই। বিশ্বের উন্নত দেশের মশা হয়েও আমরা এমন সুযোগ সুবিধা পাই না।‘

ঢাকায় মশাদের সুবিধা দেখে বিশ্বের নানা প্রান্ত থেকে মশারা দলে দলে আসছেন ঢাকায়। কেউ আসছেন বৈধ পথে কেউবা চোরাই পথে। বিশ্বের অন্যান্য শহরগুলোতে দেখা দিয়েছে মশা সংকট।

ঢাকার মশাদের সাথে প্রেম করে প্রেমের টানে ঢাকায় আসা মশার সংখ্যাও বাড়ছে। তারাও এখানে এসে নেশা করে পড়ে থাকতে চান। উন্নত জীবনযাপনের লোভে অন্যান্য শহরের মশারা এমন কাজ করছেন বলেও মত দিয়েছেন অনেকে।

ঢাকার মশাদের এমন সুযোগ সুবিধার শুনে বিশ্বের বিভিন্ন দেশে মশারা মেয়রদের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন বলেও জানা গেছে। লন্ডনের এমনই এক মশা eআরকিকে বলেন, ‘আমাদের ঢাকার মেয়র চাই। আমাদের জীবনমান উন্নতির জন্য লন্ডনের এইসব আকাম্মা মেয়ররা কিছুই করতে পারছে না।‘ 

মাঈশা

২৫৬ পঠিত ... ১৬:৪০, জানুয়ারি ২৫, ২০২৩

Top