আকামার জন্য দেশে জমি বন্ধক দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

৩৯৭ পঠিত ... ১৭:৪৭, জানুয়ারি ২১, ২০২৩

আকামা লাগাতে দেশে জমি বন্ধক দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ইংল্যান্ড ছেড়ে সৌদি আরবের বাসিন্দা হলেন ক্রিশ্চিয়ানো। খেলছেন সৌদি আরবের আল নাসের ক্লাবে। বউ-বাচ্চা নিয়ে সৌদি আসারও হয়ে গেছে প্রায় ১ মাস। ১ মাস পরেই দেখা দিয়েছে নতুন এক জটিলতা। জানা গেছে, নতুন করে আকামা লাগাতে হবে রোনালদোকে। তার জন্য দরকার অনেক টাকা।

আকামা লাগানোর এই টাকা জোগাড় করতে দেশের বাড়িতে জমি বন্ধক দিচ্ছেন রোনালদো। একটা অবিশ্বস্ত সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি।

বিষয়টি নিয়ে কথা বলতে রোনালদোর ফেক আইডিতে নক দিলে তিনি বলেন, ‘২ বছর মেয়াদি আকামা লাগাইতে হবে। প্রায় ৩ লাখ টাকা দরকার। দেশে ১ লাখ টাকার একটা কিস্তি নিছি। অনেকের কাছে ধার চেয়েছি, কেউ রাজি হচ্ছে না। এখন জমি বন্ধক দেয়া ছাড়া আর কোন উপায় নেই।‘

মেসির কাছেও টাকা ধার চেয়েছেন বলে জানান রোনালদো। কিন্তু টাকা দিবে বলে ৮দিন ধরে ফোন ধরছেন না মেসি। মেসির কাছ থেকে টাকা পাওয়ার আশাও ছেড়ে দিয়েছেন রোনালদো। মুখ ফিরিয়ে নিয়েছেন নেইমারও।

এমন অথই সাগরে পড়ে জমি বন্ধক দেয়া ছাড় আর কোন উপায়ই ছিলো না রোনালদোর কাছে। রোনালদো বলেন, ‘১ মাসের মধ্যে আকামা লাগাতে না পারলে কফিল দেশে পাঠিয়ে দিবে। জমি বন্ধক দিয়ে ১ লাখ পেয়েছি। এখন ভাবছি রোকুজ্জোর কানের দুল ও নেকলেস বন্ধক দিবো।‘

৩৯৭ পঠিত ... ১৭:৪৭, জানুয়ারি ২১, ২০২৩

Top