পুরানা পল্টন পেতে যাচ্ছে নতুন নাম; বাইক্কা বিল

১৩৪ পঠিত ... ১৭:৩৭, জানুয়ারি ১৬, ২০২৩

পুরানা পল্টন পেতে যাচ্ছে নতুন নাম; বাইক্কা বিল

তথ্যমন্ত্রী হাসান মাহমুদের এক তথ্যের পর রাজধানীর পুরানা পল্টনের নাম পালটে বাইক্কা বিল করা হচ্ছে। অবিশ্বস্ত এক সূত্র থেকে জানা গেছে, বিএনপিকে শীতের পাখি বলার পর বিএনপির একটি পক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

নীলফামারিতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি হচ্ছে শীতের পাখি। শীতকালে যেমন সাইবেরিয়া ও হিমালয় থেকে পাখি আসে। ধান খায়, বিলের মধ্যে মাছ খায়, মোটাতাজা হয়ে আবার উড়ে চলে যায়। বিএনপিকেও সারা বছর দেখা যায় না, শুধু নির্বাচন আসলে দেখা যায়। নেতারা চাঁদা কালেকশন করেন, নমিনেশন-বাণিজ্য করেন আর মোটাতাজা হন। আর কিছু সমুদ্রের ওই পারে পাঠিয়ে দেন, তিনিও মোটাতাজা হন।’

এমন খবরের পরই এমন সিদ্ধান্ত নেয় বিএনপি। জানা গেছে, পুরানা পল্টনের নাম পাল্টানোর পাশাপাশি সেখানে কিছু পোর্টেবল লেক বানানোর পরিকল্পনাও হাতে নিয়েছে দলটি। পরিকল্পনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘লেকে একটু পরিষ্কার পানিই রাখবো। এছাড়া এই শীতে লেকে থাকার মজা আছে। শীতের ভয়ে পুলিশ ও ছাত্রলীগ লেকে নামবে না। আমাদেরকে ধরতেও পারবে না।‘

তবে হাসান মাহমুদের এমন কথায় কিছুটা অভিমান করেছেন অতিথি পাখিরা। এমনই এক অতিথি পাখি বলেন, ‘আপনাদের সমস্যা বিএনপির সাথে! আমাদের সাথে তো না। দূর দেশ থেকে আসি, আপনাদের এখানে একটু খাই। তাই বলে খোঁটা দিবেন?’

১৩৪ পঠিত ... ১৭:৩৭, জানুয়ারি ১৬, ২০২৩

Top