ঢাকায় তীব্র শীত চান ইনফ্লুয়েন্সাররা

৯৫ পঠিত ... ১৭:৩০, জানুয়ারি ১৬, ২০২৩

ঢাকায় তীব্র শীত চান ইনফ্লুয়েন্সাররা

দেশের সব অঞ্চলে শীত থাকলেও ঢাকায় যেন শীতের ছিটেফোঁটাও নেই। সোয়েটার ছাড়াই মানুষজন বের হচ্ছে, কোথাও সোয়েটার কিংবা কম্বলের জন্য নেই কোনো হাহাকার। শীত না থাকায় উইন্টার লাভারদের দুশ্চিন্তা মানা যায় তবে এবার ভিন্ন দুশ্চিন্তা নিয়ে এলেন ইনফ্লুয়েন্সাররা। তাদের এ দুশ্চিন্তার কারণ শুধুমাত্র তারাই বলতে পারবেন তাই আমরা করেছি এক গোপন মিটিং। আসুন জেনে নেই শীত চাওয়ার রহস্য কী।

এ বিষয়ে গুলশানের এক ইনফ্লুয়েন্সার জানালেন, ‘কাম অন! উইন্টার না আসলে আমি পুওর পিপলদের হেল্প কীভাবে করবো! আমি সারা ইয়ার জুড়ে অপেক্ষা করে আসছি, উইন্টার আসবে আমি কিছু পুওর পিপলকে সোয়েটার, কম্বল এন এট অল দিয়ে ১০ থেকে ১২টা ভিডিও মেইক করে রাখব। একদিনের ১০-১২টা ভিডিও দিয়েই আমি এক বছর টপে থাকতাম। উইন্টার নেই, আমি ভিডিও করতে পারছি না, ভিউস নেই, ডিসগাস্টিং!’

তার এমন বক্তব্যের পর আমরা চলে গেলাম মিরপুরে একজন মোটামুটি মাত্রার ইনফ্লুয়েন্সারের কাছে তিনি বললেন, ‘আমি শীতের কম্বল দেয়ার কথা বলে আমার অডিয়েন্সদের কাছ থেকেও ডোনেশন উঠিয়ে রেখেছি। কারণ, আমার নিজের তো আর কোনো টাকা-পয়সা নেই। তারা যা দিবে তা দিয়েই আমি আমার নাম বানাবো। অডিয়েন্সরা ভিডিও চাচ্ছে, শীত না পরার আমি কম্বল দিতেও পারছি না ভিডিও বানাতেও পারছি না। যেভাবেই হোক শীত লাগবেই!’  

এমন সময় একজন ইনফ্লুয়েন্সার আমাদের মেসেজ করলেন, ‘ভাই শীত তো শীত-ই। আজ না হোক কাল আসবেই। আমি এক মোটিভেশনাল স্পিকারের থেকে একটা ১০ লাইনের স্পিচ লেখায় নিয়েছিলাম, কম্বল বিতরণের পর ভিডিওতে বলব। সে পেমেন্ট চাচ্ছে, আমার কাছে টাকা নাই। আপনারা সাহায্য করেন।‘

৯৫ পঠিত ... ১৭:৩০, জানুয়ারি ১৬, ২০২৩

Top