তাকসিম এ খানকে নাগরিক সংবর্ধনা দেয়ার দাবি

২৭২ পঠিত ... ১৭:২৪, জানুয়ারি ০৯, ২০২৩

তাকসিম-এ-খানকে-ছাদখোলা-বাসে-সংবর্ধনা-দেবে-যুক্তরাষ্ট্র

একটি-দুটি নয়, ১৪ বাড়ি! দেশে নয়, সুদূর যুক্তরাষ্ট্রে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান যুক্তরাষ্ট্রের একাধিক শহরে কিনেছেন এসব বাড়ি। দেশ থেকে অর্থ পাচার করে তিনি এসব বাড়ির মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দৈনিক সমকালের একটি প্রতিবেদন মারফত এইসব তথ্য জানা যায়।

এমন সাফল্যের পর তাকসিম এ খানকে ছাদখোলা বাসে নাগরিক সংবর্ধনা দেয়ার দাবি তুলেছে দেশের আপামর জনসাধারণ৷ একটি ভূয়া সূত্র মাফরত নিশ্চিত হয়েছে eআরকি৷

তাকসিন এ খানের এমন সফলতা তরুণ সমাজকে অনুপ্রেরণা যোগাবে৷ এমনটা জানিয়ে এক নাগরিক উদ্যোক্তা বলেন, 'চিন্তা কইরা দেখেন। বাংলাদেশি এক লোকের আমেরকায় ১৪টা বাড়ি৷ সফলতা সম্ভবত একেই বলে৷'

তাকসিন এ খানকে আরও সুযোগ দেয়া উচিত বলে মনে করেন অনেকে। এমনই একজন বলেন, 'মানুষটাকে আরও একটু সুযোগ দিলে একদিন পুরা আমেরিকাই কিনে ফেলতে পারবে। এরপর আমেরিকা হবে আমাদের, আমরা পুরো পৃথিবীর উপর রাজ করবো৷ আমরা হোয়াইট হাউজের সামনে দাঁড়িয়ে ছবি তুলবো৷'

যুবসমাজকে আইডল চেঞ্জ করার আহবান জানিয়ে অন্য এক বিশিষ্ট নাগরিক বলেন, 'পোলাপান এখন কি বিল গেটস, মার্ক জুকারবার্গকে আইডল মানে। আরে মিয়ারা, দেশে আইডল থাকতে বিদেশে যাওয়া লাগবো ক্যান।'

২৭২ পঠিত ... ১৭:২৪, জানুয়ারি ০৯, ২০২৩

Top