বিপিএলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য ঝাড়ফুঁকের আয়োজন করছে বিসিবি

২৩৮ পঠিত ... ১৬:৩৭, জানুয়ারি ০৮, ২০২৩

বিপিএলের-জনপ্রিয়তা-বাড়ানোর-জন্য-ঝাড়ফুঁকের-আয়োজন-করছে-বিসিবি

আপনি হয়তো নাও জানতে পারেন যে, চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। বিপিএল নামেই যে লীগ পরিচিত। কিন্তু দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর হলেও বিপিএল নিয়ে মানুষের খুব একটা আগ্রহ নেই। জনপ্রিয়তার বিচারে তলানিতে বলেও বিপিএলকে দাবি করেন অনেকে।

এমন অভিযোগের ভিত্তিতে বিপিএলকে জনপ্রিয় করার লক্ষ্যে শেষ চেষ্টা হিসেবে ঝাড়ফুঁকের আয়োজন করছেন বিসিবি। জানা গেছে, ওঝা এনে মাঠ, গ্যালারি, ক্যামেরা ও খেলোয়াড়দেরকে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করাবেন তারা।

এ বিষয়ে কথা বলতে গিয়ে বিসিবির এক ভূয়া কর্মকর্তা বলেন, ‘অনেকেই ভেবেছেন আমরা ওঝা ভাড়া করতে পারবো না। কিন্তু তারা হয়তো জানেন না, আমাদের ৯০০ কোটি টাকার এফডিআর আছে। তাই আধুনিক প্রযুক্তির পাশাপাশি বিপিএলকে জনপ্রিয় করতে আমরা সনাতনি পদ্ধতিতে যেতেও পিছপা হইনি।‘

ঝাড়ফুঁকের পাশাপাশি সোনা-রূপার পানি ছিটানোর ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন অন্য এক কর্মকর্তা। তিনি বলেন, ‘সোনা কেনা হয়ে গেছে। রূপাও কিনতে পাঠাইছি। পানি গোলা হলেই ছিটানো শুরু হবে। লীগ জনপ্রিয় না হয়ে যাবে কই!’

২৩৮ পঠিত ... ১৬:৩৭, জানুয়ারি ০৮, ২০২৩

Top