মেট্রোরেলের টিকেটের লাইনে দাঁড়িয়ে প্রেম হয়ে গেলো মিরপুরের তানভীর ও আনিকার

৩২০ পঠিত ... ১৫:৩৭, ডিসেম্বর ৩১, ২০২২

Ticket-line-e-prem

চালু হয়ে গিয়েছে স্বপ্নের মেট্রোরেল। আগারগাঁও থেকে দিয়াবাড়ি যাতায়াতে সময় লাগবে মাত্র ১০-১৫ মিনিট। তবে জানা যাচ্ছে স্টেশনে প্রবেশের মুখে আছে এক লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা সেই লাইনে অপেক্ষারত মানুষদের মতোই অপেক্ষায় ছিল তানভীর ও আনিকা। এই অপেক্ষা থেকেই তাদের প্রেম। আসুন শুনে নেই তাদের মুখ থেকেই।

এ বিষয়ে তানভীরের কাছে জানতে চাইলে ও জানালো, ‘দেশের এত বড় একটা অর্জন তাই আমরা বন্ধুরা মিলে সকাল সকাল বের হয়েছিলাম ঘুরে আসব। সকাল ৭টা থেকেই দাঁড়ানো। বন্ধুরা মিলে লাইন দাঁড়িয়ে মজা করছিলাম তখনই দেখলাম আমার পেছনে এক মেয়ে দাঁড়ানো সেও হাসছে। তারপর কথাবার্তা বললাম আস্তে আস্তে সব জানলাম, একটা বন্ধুত্ব হলো, পরে ফ্রেন্ডদের জায়গা রাখতে বলে ওকে নিয়ে রাস্তার ওই পাড়ের ফুলের দোকানগুলোর সামনে একটা ফুল দিয়ে প্রপোজ করলাম। ও নিজেও গত ২ঘণ্টায় ইম্প্রেস হয়ে গিয়েছিল, তাই প্রেমটাও হয়ে গেল।‘

এমন প্রেমের সত্যতা যাচাই করতে আনিকাকে জিজ্ঞেস করলে বলল, ‘মেট্রোরেলের জন্যই আমি তানভীরকে পেয়েছি। ও অনেক ভালো একটা ছেলে, অনেক লয়্যাল। বোনের সাথে গেছিলাম ট্রেন চড়তে দুই ঘণ্টা লাইনে দাঁড়ানোর ব্যবস্থা থাকায়ই আসলে মিঙ্গেল হয়ে ট্রেনে উঠতে পেরেছি। আমাদের প্রেম স্মরণীয় হয়ে থাকবে, আমি লুকিয়ে রেলের মধ্যে লিখে রেখেও এসেছি, ‘আনিকা প্লাস তানভীর।‘

তানভীরের এক ফ্রেন্ড রাতুলকে জিজ্ঞেস করলে বলল, ‘আমাদের বন্ধুর তো কপাল বিরাট ভালো। মাত্র দুই ঘণ্টা সময় পাইছে এর মধ্যেই ভাবিয়ে পটিয়ে কাপল হয়ে ট্রেনে উঠছে। আমরাও আসলে ওর থেকে ইন্সপায়ার্ড হয়েছি, আমি তো ভেবেছি রোজই এখন থেকে লাইনে দাঁড়াব। ট্রেন চড়ি না চড়ি প্রেম তো একটা হবেই। তাছাড়া আমরা চাচ্ছি অন্যান্য পাব্লিক ট্রান্সপোর্টেও এমন দুই বা তিন ঘণ্টার লাইনের ব্যবস্থার দাবি উঠাতে। তাহলে কোনো ছেলেই আর সিঙ্গেল থাকবে না।‘

৩২০ পঠিত ... ১৫:৩৭, ডিসেম্বর ৩১, ২০২২

Top