বহুদিন পর সংঘর্ষ দেখে ইমোশনাল হয়ে গেলাম: একান্ত ব্যক্তিগত সাক্ষাতকারে বিএনপি কার্যালয়ের ইট-পাথর

২৬৩ পঠিত ... ১৫:৪৮, ডিসেম্বর ০৮, ২০২২

Bohudin-por-songghorsho

বহুদিন পর ঢাকায় বড় সমাবেশ ডেকেছে বিএনপি। সমাবেশের ভেন্যু নিয়ে এখনও দেন-দরবার চললেও, গতকাল বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির সংঘর্ষ হয়। সংঘর্ষে একজনের নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

বহুদিন পর এভাবে সংঘর্ষ দেখে ইমোশনাল হয়ে পড়েছেন বলে জানিয়েছেন বিএনপির কার্যালয়ের ইট-পাথরগুলো। আবেগে চোখ মুছতে মুছতে পশ্চিম পাশের দেয়ালের এক ইট বলেন, ‘জায়গাটা কতদিন খালি পড়ে আছে! চোখ মেললেই শুধু জ্যাম দেখতাম। মন থেকে রোমাঞ্চ হারিয়ে গিয়েছিলো। এখন ভালো লাগছে। ইমোশনাল হয়ে পড়েছি।‘

কথা বলতে বলতে উঠে আসে রুহুল কবির রিজভীর কথাও। রিজভীর সাথে স্মৃতিচারণ করতে গিয়ে এক বালুকনা বলেন, ‘রিজভী সাহেব এসেছেন। আগে থেকে কিছুটা রোগা হয়েছেন। তবু ওনাকে দেখে ভালো লেগেছে। ওনার সাথে যে কত নির্ঘুম রাত গল্পে গল্পে কাটিয়েছি, সেসব আজ ইতিহাস।‘

পুলিশকেও ধন্যবাদ দিয়েছেন বিএনপি কার্যালয়ের কলাপসিবল গেটের এক লোহার টুকরা। এই টুকরা বলেন, ‘এতদিন কেউ পাত্তা দিতো না। আজকে দেখি পুলিশ দিয়ে আমাকে প্রোটেকশন দিচ্ছে। নিজেকে ভিআইপি ভিআইপি লাগতেছে। পুলিশকে ধন্যবাদ।‘

২৬৩ পঠিত ... ১৫:৪৮, ডিসেম্বর ০৮, ২০২২

Top