সহসভাপতি পদ না পাওয়ায় সন্তানকে ত্যাজ্য করলেন বাবা

৩৪২ পঠিত ... ১৬:৪৫, ডিসেম্বর ০৪, ২০২২

Tajjo-shontan

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে আর তাতে দেখা গেছে প্রতি কমিটিতেই সহসভাপতিদের ছড়াছড়ি, যে কেউ সহসভাপতি হয়ে যাচ্ছে। আর এমন পরিস্থিতিতেও এমন গুরুত্বপূর্ণ একটি পদ না পাওয়ায় ছেলেকে রীতিমতো ত্যাজ্য ঘোষণা করে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করলেন এক বাবা।   

এ ব্যাপারে সে বাবার সাথে কথা বলতে চাইলে তাকে বেশ উত্তেজিত অবস্থায় দেখা যায়, পরে তিনি কিছুটা ঠাণ্ডা হলে আমাদের বলেন ‘মানুষ আর মানুষ নাই! সবাই সহসভাপতি হয়ে যাচ্ছে। কিন্তু আমার ছেলেটা পারলো না। ভাবসিলাম রাস্তা দিয়ে হেঁটে যাবো মানুষ আমাকে দেখিয়ে বলবে “ঐ দেখ আমাদের সহসভাপতির বাবা হেঁটে যাচ্ছে।“ গর্বে আমার বুকটা ফুলে এভারেস্ট হয়ে যেতে পারতো। কিন্তু না, আমার অকর্মা ছেলেকে দিয়ে কিসসু হইলো না!’বলেই বাবাটি কান্নায় ভেঙ্গে পরেন।

কান্নারত অবস্থায় এই বাবা আমাদের বলেন, ‘ওকে তো আমি কম খাওয়াইনি! ওই সহসভাপতিরা যা খায়, তার চেয়ে ভালো খাইয়েছি, ভালো পরিয়েছি! কিন্তু প্রতিদানে তো ও আমাকে কিছু দিতে পারলো না। এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো!’

ছেলে সহসভাপতি না হওয়ায় সমাজে মুখ দেখাতেও পারছেন না এই বাবা। সেজন্য পিঠ দেখিয়ে হাঁটছেন। তিনি বলেন, 'ওর জন্য সমাজে মুখ দেখাতে পারছি না। পিঠ দেখিয়ে উলটা হাঁটা লাগতেছে।‘

এই ছেলেকে ত্যাজ্য করলেও যোগ্য, গর্ব করার মত একজন সফল সহসভাপতি ছেলে পেলে দত্তক নেবেন বলেও আগ্রহ প্রকাশ করেছেন এই বাবা।

৩৪২ পঠিত ... ১৬:৪৫, ডিসেম্বর ০৪, ২০২২

Top