পেনাল্টি কিক স্পেশালিস্ট হিসেবে মেসির বদলে তসলিমা নাসরিনকে চায় আর্জেন্টিনা

৫০৩ পঠিত ... ১৭:৩১, ডিসেম্বর ০১, ২০২২

Taslima-nasrin (1)

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের সাথে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। বিষয়টি আর্জেন্টিনা ফ্যানদের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন তসলিমা নাসরিনও। নিজের একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, এই পেনাল্টি মেসি না নিয়ে তিনি নিলেও গোল করতে পারতেন।

তসলিমা নাসরিনের এমন স্ট্যাটাস নজর কেড়েছে আর্জেন্টিনা ফ্যানদের। পেনাল্টি কিক স্পেশালিস্ট হিসেবে তসলিমা নাসরিনকে চেয়ে ইতোমধ্যে দাবিও তুলেছেন তারা। অনুষ্ঠিত না হওয়া এক সভায় এমন দাবি তোলেন নিখিল বাংলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

সভায় এক নেতা বলেন, ‘আমাদের দরকার গোল। পেনাল্টি কে করলো সেটা গুরুত্বপূর্ণ না। তসলিমা নাসরিন করলে উনিই করুক কিন্তু গোল চাই।‘

কিন্তু উনি কীভাবে আর্জেন্টিনা দলে খেলতে পারেন? জানতে চাইলে আর্জেন্টিনা সমর্থক বলেন, ‘উনি সাইড বেঞ্চে থাকবেন। শুধু পেনাল্টি হলে নেমে গিয়ে কিকটা করে আসবেন। দরকার হলে ফিফাকে নিয়ম পাল্টাতে আমরা বাধ্য করবো।‘

আর্জেন্টিনার পাশাপাশি পেনাল্টি কিক স্পেশালিস্ট হিসেবে তসলিমা নাসরিনকে চেয়েছেন ক্লাব ফুটবল ফ্যানরাও। এমনই এক ফ্যান জানান, ‘শুধু ন্যাশনাল ফুটবল দলের খেলায় না, আমাদের ক্লাবের গোটরাও পেনাল্টি মিস করে। নিশ্চিত পেনাল্টি গোলের আনন্দ আমরাও চাই।‘

৫০৩ পঠিত ... ১৭:৩১, ডিসেম্বর ০১, ২০২২

Top