আজ প্রকাশ পেলো এসএসসি পরীক্ষার ফলাফল। ‘আলহামদুল্লিলাহ’ পোস্টে মেতে আছে চারিদিক। তবে এরইমধ্যে দেখা গেছে এক ভিন্নধর্মী চিত্র। সন্তান জিপিএ ফাইভ পাওয়ার পরেও তাকে বকাঝকা করছেন তার বাবা। ঘটনার সত্যতা জানতে গিয়ে জানা যায়, আর্জেন্টাইন সমর্থক বাবা ছেলের জিপিএ ফাইভ পাওয়াকে কোনভাবেই মেনে নিতে পারছেন না।
রাতুলের বাবার সাথে কথা বললে তিনি জানালেন, ‘এই ছেলে আমার বংশের কলঙ্ক! আমাদের পুরা বংশ আর্জেন্টিনা সাপোর্টার। আমাদের বংশের মান-ইজ্জত ধুলায় মিশিয়ে দিলো এই ছেলে। ওর বাপ চাচা কেউই কোনোদিন জিপিএ২ এর বেশি জিপিএ ৫ পায় নাই। ওর পেছনে এত টাকা ঢালছি এইদিন দেখার জন্য?‘
ছেলের উপর দ্বিতীয় দফা ক্ষোভ প্রকাশ করে রাতুলের বাবা বলেন, ‘তুই জিপিএ ২ পাইতে পারতি কিংবা জিপিএ ৭। একজন আর্জেন্টিনা সমর্থক বাবার সন্তান হয়ে তুই কীভাবে জিপিএ ফাইভ পাস?’
এমন কলঙ্কজনক অধ্যায় বংশের খাতা থেকে মুছে ফেলতে ছেলেকে আবারো ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেয়াবেন বলে জানিয়েছেন তিনি।