২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলে নিজেদের জন্য নানান মোটিভেশন দেখছে বাংলাদেশে প্রধান বিরোধীদল বিএনপি। জানা গেছে, নেতাকর্মীদের জন্য দিনে ৫ বার করে আর্জেন্টিনা-সৌদি ও জার্মানি-জাপান ম্যাচ দেখা বাধ্যতামূলক করলো দলটি।
জাপান ও সৌদিকে নীপিড়িত মানুষের অনুপ্রেরণা আখ্যা দিয়ে দিয়ে বিএনপির এক কেন্দ্রিয় নেতা নিজের ফেক আইডি থেকে eআরকিকে বলেন, ‘যুগে যুগে জাপান-সৌদির মত নিপীড়িতরা বারবার ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। আমরা তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছি। সামনের নির্বাচনে আমরাও তাদের মত ঘুরে দাঁড়াবো।‘
প্রয়োজনে নির্বাচনের আগে আগে জাপান ও সৌদির খেলোয়াড়দের এনে নেতাকর্মীদের জন্য বিশেষ মোটিভেশনাল সেসনের আয়োজন করবেন বলেও জানান বিএনপির কেন্দ্রিয় নেতারা।
যদিও বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত দেখা যায়নি আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে। নাম প্রকাশ না করার শর্তে এক কাল্পনিক সাক্ষাতকারে আওয়ামীলীগের এক নেতা বলেন, ‘খেলার সাথে রাজনীতি মেশাবেন না। ওদের সৌদি-জাপান থাকলে আমাদের বাসমালিক সমিতি আছে, ছাত্রলীগ আছে। আমরাও খেলবো।‘
বিএনপির অনেক কর্মীর সাথে কথা বলে জানা যায়, ইতোমধ্যে তারা এই দুই ম্যাচের হাইলাইটস দেখা শুরু করেছেন। দল থেকে ৫ বার দেখতে বলা হলেও কেউ কেউ দেখছেন ৮-১০ বারও। বিএনপির আঞ্চলিক কার্যালয়গুলোতে প্রজেক্টর দিয়ে এই দুই ম্যাচের হাইলাইটস দেখানো হচ্ছে বলেও জানা যায়।