জাপান জেতায় জাপান গার্ডেন সিটিতে গণভোজের আয়োজন

৩০৩ পঠিত ... ১৬:৫১, নভেম্বর ২৪, ২০২২

Gonovoj

ফুটবল পরাশক্তি জার্মানিকে গতকাল ২-১ গোলে হারিয়ে দিয়েছে জাপান। জাপানের এমন জয়ের কারণে কে খুশি কে নারাজ তা জানা না গেলেও জানা গেছে, বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠী গণভোজের আয়োজন করেছে।

কারা এরা? কোথা থেকে এসেছে? জানতে চাইলে একজন জানালেন, ‘আমরা মোহাম্মদপুরের অধিবাসী। আমাদের নিজস্ব জাপান গার্ডেন সিটি আছে। নিজেদের এত বড় গার্ডেন সিটি থাকার পরেও জাপানের হয়ে কিছু না করতে পারলে কীসের কী! দায়িত্ববোধেরও তো একটা ব্যাপার আছে নাকি?’

আরেকজন গণভোজ খাওয়া শেষ করে উঠে দাতের হলুদ মাংস না ফেলেই বলতে শুরু করলেন, ‘হেহে, আমি এক বিশেষ দলের সাপোর্টার। যে দলকে ২০১৪ থেকে জার্মানির জন্য অপমানিত হতে হচ্ছে, জাপান আজ এর শোধ তোলে দিল। আজ আমার মনে অনেক শান্তি।‘

এরইমধ্যে গণভোজের বিশেষ আয়োজক জানালেন, ‘কাল জার্মানি জাপানের কাছে হেরেছে আজ ব্রাজিলের খেলা সব মিলিয়ে এই গার্ডেন সিটিতে একটা গণভোজের আয়োজন করা বাধ্যতামূলক হয়ে গিয়েছিল। আমরা আশা করছি জাপানের প্রতিটা জয়ের পরই একটা করে গণভোজ করব।‘

৩০৩ পঠিত ... ১৬:৫১, নভেম্বর ২৪, ২০২২

Top