কুমিল্লা পরিবহন মালিক সমিতিকে ত্যাজ্য ঘোষণা করলো নিখিল বাংলা বাস মালিক সমিতি

২৩৭ পঠিত ... ১৬:৪৮, নভেম্বর ২৪, ২০২২

Kumilla-tajjo

আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় হতে যাওয়া বিএনপির সমাবেশের দিন কোন ধর্মঘট ডাকার সিদ্ধান্ত নেয়নি কুমিল্লা পরিবহন মালিক সমিতি। বংশ পরম্পরাকে অস্বীকার করে এমন সিদ্ধান্ত নেওয়ায় কুমিল্লা পরিবহন মালিক সমিতিকে ত্যাজ্য ঘোষনা করেছে নিখিল বাংলা পরিবহন মালিক সমিতি। নিজেদের ঐতিহ্য বজায় না রাখার জন্যই  কুমিল্লা পরিবহন মালিক সমিতির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে একটি ফেক আইডি থেকে জানান নিখিল বাংলা বাস মালিক সমিতির সভাপতি।

এ বিস্তারিত জানার জন্য তাকে কল করা হলে তিনি বলেন ‘ওদের কি শুভ বুদ্ধি অস্ত গেলো নাকি বুঝলাম না, সমাবেশ আর ধর্মঘট তো একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বলতে গেলে একে অন্যের পরিপূরক। কোথাও বিএনপির সমাবেশ হবে আর পরিবহন মালিক সমিতি ধর্মঘট ডাকবে না বেঁচে থাকতে এমন দিনও দেখতে হবে কোনোদিন ভাবতে পারিনি। ওদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করলাম আমরা।’

অন্যদিকে কুমিল্লা পরিবহন মালিক সমিতির এমন সিদ্ধান্তে বিএনপিতে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা, বিএনপির তৃণমূল পর্যায়ের এক নেতা খুশিতে ডিগবাজি খেতে খেতে সত্যজিৎ রায়ের ‘আজকের মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন’ গান গাওয়া শেষ করে আমাদের বলেন ‘কুমিল্লা পরিবহন মালিক সমিতি আমাদের ভাই, আবেগে সারাদিন চোখ দিয়ে পানি আসছে ভাই, ধর্মঘটবিহীন সমাবেশ করতে পারবো জীবনেও ভাবতে পারিনি।’

২৩৭ পঠিত ... ১৬:৪৮, নভেম্বর ২৪, ২০২২

Top