জাংকুক গান গাওয়ায় বিশ্বকাপ বয়কট করলো বিটিএস হেটার কমিউনিটি

৬৪৬ পঠিত ... ১৭:০০, নভেম্বর ২১, ২০২২

Jangkuk

শুরু হয়ে গেল ফিফা বিশ্বকাপ। বিভিন্ন আয়োজনের মাধ্যমে কাল শেষ হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপ উদ্দেশ্যে গাওয়া এবারের গানগুলো নিয়ে চলছে নানান আলোচনা ও সমালোচনা। অবশেষে নাচ এবং গানের মাধ্যমে কাল মঞ্চ কাঁপিয়েছেন বিটিএস সদস্য জাংকুক। তার দুর্দান্ত পারফরম্যান্সে খুশি সবাই। অনেকে বলছেন, এবারে তার গাওয়া গানই নাকি ফিরিয়ে দিয়েছে বিশ্বকাপের ভাইব। তবে জাংকুক গান গাওয়ায় বিশ্বকাপ খেলা বয়কট করেছেন বিটিএস হেটার কমিউনিটি বাংলাদেশের শাখার নেতাকর্মীরা।

বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করার লক্ষে সার্ফ এক্সেল দিয়ে গোসল করে নেন সংগঠনটি এক নেতা। এরপর তিনি আমাদের বলেন, ‘এমন কর্মকাণ্ড থেকে কী শিখবে নেক্সট জেনারেশন? ওরা আমাদের ইমোশন নিয়ে খেলেছে! এটা আসলে আমাদের প্রতি করা ইনজাস্টিস। এর থেকে খেলা দেখব না এই ঢের ভালো।‘

কীভাবে ইনজাস্টিস হয় জানতে চাইলে এই নেতা বলেন, ‘এমন কঠিন প্রশ্ন করছেন কেন? আপনি কি বিটিএস আর্মি?’ 

বিশ্বকাপের এই সিজনে ফুটবল না দেখলে কী দেখবেন? জানতে চাইলে এক নেতা আমাদেরকে কানে কানে  বলেন, ‘জাংকুকের গান তো ভালো লেগেছে! আমি ভাবতেছি ফুটবল না দেখে বিটিএসে গান দেখবো বসে বসে। কাউকে বলবেন না প্লিজ!'

৬৪৬ পঠিত ... ১৭:০০, নভেম্বর ২১, ২০২২

Top