বিশ্বকাপের নিরাপত্তায় এবং দর্শকদের ম্যানার শেখাতে সহমত ভাইদের চায় কাতার  

১০৩ পঠিত ... ১৬:৫৪, নভেম্বর ২০, ২০২২

Sohomot-vai

বিশ্বকাপের নিরাপত্তা জোরদার করতে এবং দর্শকদের ঠিকঠাকভাবে ম্যানার মেনে কাতারে চলাফেরা শেখাতে সহমত ভাইদের নিজেদের দেশে চায় কাতার। মূলত বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের প্রায় সকল প্রান্ত থেকেই মানুষ আসছে কাতারে। আর তাদের সবাইকে একা কাতারের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়, সেজন্যেই কাতার সহমত ভাইদের সদস্যদের নিজেদের দেশে নিতে চায়।

এ ব্যাপারে কাতারের বিশ্বকাপ আয়োজন কমিটির এক সদস্যের কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দেখেন আমরা তো ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশ থেকে অনেক নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে এসেছি। কিন্তু আমাদের মনে হচ্ছে শুধু তাদের দিয়ে কাজ হবে না। আমরা অল্টারনেটিভ কিছু অপশন খুঁজছিলাম, এমন সময়ে আমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি ম্যানার শেখাতে বিশ্বে সহমত ভাইরা সবচেয়ে সেরা। তাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুনিয়রদের ম্যানার শেখানোর ভিডিও দেখে আমরা তো অভিভূত। তাই আমরা সহমত ভাইদের সাথে যোগাযোগের চেষ্টা করছি, আশা করছি খুব দ্রুতই আমরাই একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। সহমত ভাইদের ব্যবহারের জন্য ইতিমধ্যেই আমরা অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ হেলমেট এবং AI সুবিধাবিশিস্ট হকিস্টিকের চালানের একটি অর্ডার করে ফেলেছি, এখন সহমত ভাইরা আমাদের প্রস্তাবে রাজি হলেই আমাদের বিশ্বকাপের নিরাপত্তা আরো জোরদার হবে বলে আমরা বিশ্বাস করি।’

অন্যদিকে সহমত ভাইদের শাহবাগ বিশ্ববিদ্যালয় শাখার এক মুখপাত্র আমাদের হেলমেট পরা অবস্থায় নিজের মুখ না দেখিয়ে বলেন ‘কাতারের প্রস্তাব আমরা শুনেছি, আমাদের কমিটিতে এ নিয়ে আলাপ আলোচনা চলছে। আমরা হকিস্টিকের পাশাপাশি অত্যাধুনিক ক্রিকেট স্ট্যাম্পেরও দাবি জানিয়েছি, যদি আমাদের সব দাবি পূরণ হয় তবেই আমরা যাওয়ার চিন্তাভাবনা করবো।

১০৩ পঠিত ... ১৬:৫৪, নভেম্বর ২০, ২০২২

Top