হাতের ব্যবহারের বৈধতা চাইলো আর্জেন্টিনা ব্যাচেলরস ফ্যান সোসাইটি

১৭২ পঠিত ... ১৬:৪৭, নভেম্বর ২০, ২০২২

Haat (1)

ফুটবল বিশ্বকাপে পায়ের পাশাপাশি হাতের ব্যবহারের বৈধতা চেয়েছে বাংলাদেশি আর্জেন্টিনা ব্যাচেলরস ফ্যান সোসাইটি। মূলত নিজেদের দৈনন্দিন জীবনে হাতের ব্যবহার থেকে অনুপ্রাণিত হয়েই তারা ফিফার কাছে এমন দাবি জানিয়েছে বলে জানা যায়।  

এ ব্যাপারে ফ্যান সোসাইটির মোহাম্মদপুরবাসী এক ব্যাচেলর ভাইয়ের কাছে তাদের দাবী-দাওয়ার বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি  বলেন, ‘আসলে হাত আছে বলেই আমরা বেঁচে আছি। আর আমাদের মতো হাত ছিলো বলেই আমাদের গুরু ম্যারাডোনা বস এককালে গোল দিয়ে কাপ নিয়ে আসতে পেরেছিলেন, হাতের উপযোগিতাকে কোনভাবেই আমাদের ছোট করে দেখার উপায় নেই। তাই আমাদের ব্যাচলরদের জীবনে হাত যেমন বৈধতা পেয়েছে তেমনভাবেই ফুটবলে এর ব্যবহার বৈধ করা এখন গণমানুষের দাবি।’

তবে হাত ব্যবহার নিয়ে পাল্টা বক্তব্য এসেছে ব্রাজিল ব্যাচেলরস ফ্যান সোসাইটি তরফ থেকেও। এ ব্যাপারে তাদের ফ্যান সোসাইটির মুখপাত্র আমাদের বলেন ‘আমরাও কি ব্যাচেলর না? হাত কি আমাদেরও একমাত্র সম্বল না? আমরা কি তাই বলে পায়ের খেলা আমরা হাত দিয়ে খেলবো। আমাদের একটা লেভেল আছে ভাই, আমরা হাতের খেলা হাত দিয়েই খেলি আর পায়ের খেলা পা দিয়ে।’

১৭২ পঠিত ... ১৬:৪৭, নভেম্বর ২০, ২০২২

Top