কাপড় ধুতে নীলের বদলে হলুদ ব্যবহার করছেন ব্রাজিল সমর্থকরা

৩২৭ পঠিত ... ১৫:৩৩, নভেম্বর ১৯, ২০২২

Niler-b-odole-holud

কাপড় ধোয়ার জন্য নীলের বদলে রান্না করার হলুদ ব্যবহার করা শুরু করেছেন ব্রাজিল সমর্থকরা। পুরো বিশ্বকাপ জুড়েই নীল বয়কটের অংশ হিসেবে তারা নিজেদের কাপড়ে হলুদ ব্যবহার করবেন বলে জানা যায়।

এ ব্যাপারে ‘বাংলাদেশ হলদে সবুজ ওরাং ওটাং’নামক একটি সংগঠনের এক নেতা আমাদের বলেন ‘দেখুন হলুদ আমাদের মানে ব্রাজিল সাপোর্টারদের প্রাণের রং, অন্যদিকে নীল হচ্ছে শত্রু শিবিরের জার্সির রং। তাই জেনে বুঝে কেমন করে নিজেদের জামায় নীল ব্যবহার করি, পাশাপাশি জামায় হলুদ ব্যবহার করায় বেশকিছু উপকার পাচ্ছি যেমন ধরেন এখন খেতে গিয়ে গায়ে ঝোল পরে গেলেও দেখতে আর খারাপ লাগে না। আর হলুদ ব্যবহারের পর সব জামাকাপড়েই মোটামুটি একটা ব্রাজিলিয়ান ভাইব চলে এসেছে। একটু চালাকির জন্য দেখুন জীবনযুদ্ধে কেমন এগিয়ে গেলাম।’

এমন পদক্ষেপের কাউন্টার হিসেবে নিজেরা রান্নায় হলুদের বদলে নীল ব্যবহার করবেন কিনা জানতে চাওয়া হলে, এক আর্জেন্টিনা সাপোর্টার আমাদের জানান, এটি নিয়ে গবেষণা চলছে। কয়েকদিনের মধ্যেই তাদের গবেষণা টিম বাজারে নীল রংয়ের হলুদ নিয়ে আসতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভাইটি।

৩২৭ পঠিত ... ১৫:৩৩, নভেম্বর ১৯, ২০২২

Top