হলুদ হওয়ায় খিচুড়ি খাওয়া বয়কট করলো আর্জেন্টিনা সমর্থকরা

২৯০ পঠিত ... ১৬:৩০, নভেম্বর ১৭, ২০২২

Khichuri

খিচুড়ির রং হলুদ হওয়ায় বিশ্বকাপ উপলক্ষ্যে খিচুড়ি খাওয়া বয়কট করলেন বাংলাদেশে থাকা আর্জেন্টিনার সমর্থকরা। গোপন সূত্রে জানা যায় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জার্সির রংয়ের সাথে রংয়ের মিল থাকাতেই খিচুড়ি খাওয়া নিয়ে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এ ব্যাপারে ‘বাংলাদেশি হ্যান্ডস অফ গড’ নামের একটি সংগঠনের নেতা ডি হারিয়াউদ্দিন আমাদের বলেন, ‘দেখেন হিসাব সহজ, যেসব জিনিসের রং হলুদ সেগুলোর সবই আমরা এখন থেকে বয়কট করবো। দরকার হলে রান্নাবান্নাতেও হলুদ ব্যবহার বন্ধ করে কাপড় ধোয়ার নীল ব্যবহার শুরু করবো। আর হলুদ বয়কটের প্রথম পদক্ষেপ হিসেবেই আমরা খিচুড়িকে বয়কট করলাম। তবে কোন রেস্টুরেন্ট যদি অপরাজিতা চায়ের মত অপরাজিতা কালারের খিচুড়ি কিংবা আকাশি নীল খিচুড়ি বাজারে আনতে পারে সেক্ষেত্রে আমরা সে খিচুড়ি খাবো।’

অন্যদিকে লুকিয়ে লুকিয়ে খিচুড়ি খেতে গিয়ে সংগঠন থেকে গত কয়েকদিনে কয়েকশো আর্জেন্টিনা সাপোর্টারকে বহিষ্কারের খবর আমরা শুনতে পেয়েছি। এ ব্যাপারে বহিষ্কৃত এক নেতা খিচুড়ির ডেকের পিছন থেকে মুখ লুকিয়ে আমাদের বলেন, ‘ভাই এইডা তো ম্যালা ঝামেলা, এমন চললে তো আর্জেন্টিনা সাপোর্ট করা বন্ধ কইরা দিতে হবে। এক তো কাপ পাইনা, এই দুঃখের উপরে যদি পছন্দের খিচুড়ির উপরও নিষেধাজ্ঞা জারি করা হয় তবে তো মেনে নেওয়া সম্ভব না।’

২৯০ পঠিত ... ১৬:৩০, নভেম্বর ১৭, ২০২২

Top