ব্যাডমিন্টনের কোর্টে ইলেকট্রিক লাইন টানার জন্য ডাক পড়ছে ট্রিপল-ই পড়ুয়া স্টুডেন্টদের

৯০০ পঠিত ... ১৫:৫৫, নভেম্বর ১৬, ২০২২

eee

চলে এসেছে শীতের দিন। শীত আসলেই আমাদের দেশে এলাকায় এলাকায় ব্যাডমিন্টন খেলার হিড়িক পড়ে যায়। আর এবার শীত আসা মাত্রই এলাকার কোর্টে ইলেকট্রিক লাইনের কানেকশন দেওয়ার জন্য ডাক পরা শুরু হয়েছে ট্রিপল-ই পড়ুয়া স্টুডেন্টদের। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই বিভিন্ন এলাকার ট্রিপল-ই পড়ুয়া স্টুডেন্টরা আত্মগোপনে যাওয়া শুরু করেছেন। জানা যায় এই কাজটিকে তারা নিজেদের অপমান হিসেবে নিতে না পেরেই একযোগে এই সিদ্ধান্ত নেওয়া শুরু করেছেন।

 এ ব্যাপারে জানার জন্য এআইইউবির এক ট্রিপল ই পড়ুয়া ভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বেশ বিমর্ষ দেখা যায়। নিজের আত্মগোপনে যাওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন ‘ভাই আমরা তো ইলেকট্রিশিয়ান না আমরা ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার। যেদিন থেকে এই সাব্জেক্ট পড়া শুরু করেছি, আমার নিজের বাসা তো আছেই পুরো এলাকার কারো বাসায় ফ্যান পর্যন্ত নষ্ট হলেও আমাকে ডেকে নিয়ে যায়। এগুলা তো মেনে নেওয়া যায় না ভাই। শেষমেশ এলাকার ব্যাডমিন্টন কোর্টের ইলেকট্রিক লাইনের কানেকশনের কাজ করে দিতে হবে শুনে নিজেকে আর আটকে রাখতে পারিনি।’

৯০০ পঠিত ... ১৫:৫৫, নভেম্বর ১৬, ২০২২

Top