আর্জেন্টিনা সাপোর্টারকে কাপের বদলে গ্লাসে চা দেয়ায় সংঘর্ষ

৮২১ পঠিত ... ১৫:৪৮, নভেম্বর ১৬, ২০২২

Cup-er-bodole-glass

জার্সি পরে চা খেতে গিয়েছেন মারুফ নামের এক আর্জেন্টাইন সমর্থক। কিন্তু দোকানদার কাপে না দিয়ে গ্লাসে চা দেওয়ায় দুজনের মাঝে তর্কাতর্কি লেগে যায়৷ তর্কাতর্কি থেকে হাতাহাতি৷ ঝামেলায় জড়িয়ে পড়েন আশেপাশের মানুষও। পুরো ঘটনা রূপ নেয় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে৷

ঘটনার বিষয়ে জানতে চাইলে মারুফ অভিযোগ করে বলেন, 'আমার গায়ে আর্জেন্টিনার জার্সি দেখেই ও আমাকে গ্লাসে চা দিয়েছে। ও আমাকে বোঝাতে চেয়েছে আমরা এবারও কাপ জিতবো না! এটি পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত।'

এক পর্যায়ে কিছুটা উত্তেজিত হয়ে মারুফ বলেন, '৭ গোল খাইছে! লজ্জা নাই! দোকানে আবার ব্রাজিলের পতাকা লাগাইছে!'

ঘটনার সত্যতা স্বীকার করলেও নিজের কোন দোষ নেই বলে জানিয়েছেন উক্ত দোকানদার। তিনি বলেন, 'আমার কাপ ছিলো না দেখে ওকে গ্লাসে চা দিয়েছে! এমনিতেও তো ওদের কাপ জেতার যোগ্যতা নাই! ৩৬ বছর ধইরা জিতে না! এই বিষয়েও তো আমি তেমন কিছু বলিনি!'

এদিকে বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় এক জার্মান সমর্থক। পপকর্ন খেতে খেতে তিনি বলেন, 'ফাইনালে দেখা হবে।'

৮২১ পঠিত ... ১৫:৪৮, নভেম্বর ১৬, ২০২২

Top