ব্রাজিলকে ভালোবেসে দাঁত মাজা ছেড়ে দিলেন আশুলিয়ার আনোয়ার

১৮০৩ পঠিত ... ১৬:৫৯, নভেম্বর ১৫, ২০২২

Dat-maja

খুব তাড়াতাড়িই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। চারিদিকে প্রিয় দল নিয়ে উৎসবে মেতেছেন ভক্তরা। কেউ বাড়ির ছাদে পতাকা টাঙাচ্ছেন, তো কেউ দিচ্ছেন ফেসবুকে স্ট্যাটাস। পছন্দের দলের জার্সি পড়েও জানিয়ে দিচ্ছেন, কোন দলের সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখানোর এই তালিকায় নাম উঠেছে আশুলিয়ার আনোয়ারেরও। তবে কোনো স্বাভাবিক কারণে নয়। প্রিয় দলকে সাপোর্ট করতে তিনি বেছে নিয়েছেন, অদ্ভুত এক ধরন। দাঁত মাজছেন না, কারণ তিনি ব্রাজিলের সাপোর্টার। তার এই ভিন্নধর্মী কাজের জন্য দলে দলে লোক জমছে তার বাড়িতে।  

এমন বিষয়ে তার সাথে আমাদের রিপোর্টার কথা বললে তিনি জানালেন, ‘আমি ব্রাজিলের অন্ধভক্ত। ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করছি। প্রতিবার বাকি সবার মতো আমিও জার্সি পড়ে, আর পতাকা টাঙিয়ে সাপোর্ট করতাম প্রিয় দলকে। কিন্তু আমি বাকি সবার চেয়েও অনেক বড় ভক্ত। তাই এবার আমার ভিন্ন চেষ্টা। আমি বেশ গর্ববোধ করছি এই উদ্যোগ নিতে পেরে। ইচ্ছা আছে কাল থেকে হলুদ পাঞ্জাবি পড়ে, হিমুর মতো পথে ঘাটে ঘুরবো। তাহলে সবাই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝবে।‘

তার পরিবারের সাথে কথা বললে তারা বলেন, ‘গত একমাস ধরে দাঁত মাজে না। ওর মুখের গন্ধে আমরা কেউ ওর কাছে পর্যন্ত যেতে পারছি না। অনেক টোটকার মাধ্যমেও দাঁত মাজানোর ব্যবস্থা করেছি লাভ হয়নি। আমাদের সন্দেহ ওর মধ্যে পিশাচ ভর করেছে। ওর বাপের সব কামাই এয়ার ফ্রেশনার কিনতেই খরচ হচ্ছে।‘

এদিকে আনোয়ারের আর্জেন্টিনা সাপোর্টার ছোট ভাইয়ের সাথে কথা বললে তিনি বলেন, ‘ব্রাজিল সাপোর্টাররা এমনই গর্দভ হবে। এ আর নতুন কী? দল সাপোর্ট করতে নাকি দাঁত মাজবে না। এতকিছু করেও দল জেতাতে পারবে না বলে দিলাম। এবারের কাপ আর্জেন্টিনাই নিবে দেখে নিয়েন।‘

১৮০৩ পঠিত ... ১৬:৫৯, নভেম্বর ১৫, ২০২২

Top