মধ্যপ্রাচ্যে 'চুরি করলে হাতের কবজি কাটার' আইন শুনে মন খারাপ আর্জেন্টিনার

৪১৫ পঠিত ... ১৬:৫৯, নভেম্বর ১৩, ২০২২

Hat-kata

এবারের বিশ্বকাপের আয়োজক দেশ কাতার, আর মধ্যপ্রাচ্যের অন্যন্য দেশগুলোর মত সেখানেও চুরি করলে রয়েছে হাতের কবজি কাটার আইন। আর এই ঘটনা জানার পর থেকেই মন খারাপ হয়ে গেছে আর্জেন্টিনা ফুটবল টিম সংশ্লিষ্ট সকলের। ঠিক কী কারণে তাদের মন খারাপ সেই ব্যাপারে কেউই খোলাখুলিভাবে কিছু বলতে রাজি হয়নি। তবে আমাদের এক দেশীয় আর্জেন্টাইন ফ্যান মন ভারাক্রান্ত অবস্থায় আমাদের বলেন ‘দেখেন খেলায় একটু আধটু এদিক সেদিক সবাই-ই করে, ক্রিকেটে দেখেন ইন্ডিয়া বছরের পর বছর কি করে যাচ্ছে, আর আমাদের তো ঐতিহ্যই রয়েছে হাতের গোলে বিশ্বকাপ জেতার, কিন্তু এবার যে কী হবে বুঝতেছি না।’  

মধ্যপ্রাচ্যের এমন আইনের খবর জানার পর ম্যারাডোনার ফেইক টুইটার অ্যাকাউন্ট থেকে ‘ভাইরে ভাই খুব বাঁচা বেঁচে গেছি’লিখে একটি টুইটও প্রকাশ পেয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকেই ব্রাজিল শিবিরে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। গত কোপায় আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় তারা দাবী করেছিলেন কোপা কমিটি তাদের সাথের দুই নাম্বারি করেছিলো। তাই এবার অনেক ব্রাজিল সমর্থক #দেখ_শালা_কেমন_লাগে হ্যাশট্যাগ দিয়ে আর্জেন্টিনার ফুটবল টিমের কমেন্ট বক্স ভরিয়ে ফেলেছেন।

৪১৫ পঠিত ... ১৬:৫৯, নভেম্বর ১৩, ২০২২

Top