জীববিজ্ঞানে অবদান রাখার জন্য নোবেল পেতে যাচ্ছে একাত্তর জার্নাল

২২৭০ পঠিত ... ১৪:১১, নভেম্বর ০৫, ২০২২

Nobel

সম্প্রতি লাইভে ডেকে এনে এক বিশ্ববিদ্যালয় গবেষককে মৌখিক উচিত শিক্ষা দেওয়া হয়েছে একাত্তর টিভিতে, সেখানে দেখা যায় উপস্থাপিকা এবং স্বঘোষিত ইউটিউব বিজ্ঞানীদের অনলাইন শাখার কিছু বিজ্ঞানী মিলে সেই গবেষককে মিষ্টি ভাষায় তার ভুল ধরিয়ে দিচ্ছেন। বেগুন গবেষণা না করে ঝিঙ্গা নিয়ে গবেষণা করলে যে মানবজাতির অশেষ উপকার হতো, এই ব্যাপারেও বলতে দেখা যায় তাদের মধ্যে একজনকে।

আর এ ঘটনাতেই নড়েচড়ে বসেছে নোবেল কর্তৃপক্ষ, জীববিজ্ঞানে অবদান রাখার জন্য আগামী বছর একাত্তর টিভিকে নোবেল দেওয়ার চিন্তাভাবনা করছে তারা। সা, সপ এবং সিঙ্গারা খাওয়ার বিনিময়ে নোবেল কমিটির এক সদস্য আমাদের ইমো কলে বলেন ‘একাত্তর টিভি তো আসলে যুগান্তকারী এক কাজ করেছে। এভাবেই যদি তারা গবেষকদের ধরে ধরে তাদের ভুল বুঝিয়ে দেন তাহলে আমাদের খুব উপকার হয় কাকে নোবেল দেবো এটা ঠিক করতে। এজন্য প্রথমে আমরা তাদেরকেই নোবেল দিতে চাই। পাশাপাশি বেগুন নয় পাশের ক্ষেতের ঝিঙ্গা নিয়েও যে গবেষণা করা যায় এমন শতাব্দী সেরা আইডিয়ার জন্য আমরা ইউটিউব বিজ্ঞানীদেরও পুরস্কৃত করতে চাই। তবে তাদের সুইডিশ নোবেল দেওয়া হবে না আপনাদের দেশে অলরেডি থাকা গায়ক নোবেল দেওয়া হবে সেটি আমরা এখনও ঠিক করতে পারিনি।’

২২৭০ পঠিত ... ১৪:১১, নভেম্বর ০৫, ২০২২

Top