কিংস ল্যান্ডিং এবং ড্রাগনস্টোনে ছাত্রলীগের কমিটি ঘোষণা

৩০৫ পঠিত ... ১৮:৫৫, অক্টোবর ২০, ২০২২

Kings-landing

বাংলাদেশের বাইরে প্রথমবারের মতো ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে 'গেম অব থ্রোনস' ও 'হাউজ অব দ্য ড্রাগন্স' এর ঘটনাস্থল কিংস ল্যান্ডিং এবং ড্রাগনস্টোনে। গত মঙ্গলবার বিকালে গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশিত হয়।

ড্রাগনস্টোন এবং কিংস ল্যান্ডিং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি জ্যাকেরিস ভ্যালারিয়ান জেস ও সাধারণ সম্পাদক লুসেরিস ভ্যালারিয়ান লুকের স্বাক্ষরিত ওই তালিকায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি ডেমন টার্গারিয়ানের সঙ্গে সহসভাপতি পদের রয়েছেন ৭ জন। সাধারণ সম্পাদক রেনেরা টার্গারিয়ানেরর সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন ১০ জন এবং দলের বিশেষ উপদেষ্টার পদে  নিযুক্ত হয়েছেন the Queen who never was নামে পরিচিত রেনিস টার্গারিয়ান। তবে বিশেষ সূত্রে জানা গেছে, অপ্রাপ্তবয়স্ক থাকায় কোনো পদ পাননি জোফরি ভ্যালারিয়ান, অ্যাগন (৩) টার্গারিয়ান, ভিসেরিস (২) টার্গারিয়ান এবং ভিসেনিয়া টার্গারিয়ান।

কিংস ল্যান্ডিং এবং ড্রাগনস্টোনের পরিবেশ নৈরাজ্যমুক্ত রাখতেই মৃত্যুর আগে ছাত্রলীগ কমিটি করার নির্দেশ দিয়ে যান সেভেন কিংডমের রাজা  ভিসেরিস টার্গারিয়ান। ব্ল্যাকওয়াটার বে'র সন্নিকটবর্তী আয়রন গেটের সামনে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের। এ সময় উপস্থিত ছিলেন ওয়েস্টেরোস এর সর্ববৃহৎ শহর কিংস ল্যান্ডিং এর প্রায় ৫ লক্ষ অধিবাসী। প্রতিটি পদ ঘোষণার সাথে সাথে করতালিতে ফেটে পড়েন সবাই। এ সময় সবার মুখ ছিলো কৌতূহলোদ্দীপক ও নির্মল হাস্য ভাবাপন্ন। কমিটি ঘোষণার পর দায়িত্বপ্রাপ্ত নেতা ও নেত্রীবৃন্দকে ফুলের মালা ও মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হয়। সবাই আগ্রহের সাথে মিষ্টি খেলেও বিশেষ উপদেষ্টা রেনিস ডায়াবেটিস জনিত কারণে মিষ্টি খেতে অসম্মতি জানান।

নতুন নেতাদের নিয়ে কী ভাবছেন এমন প্রশ্নের উত্তরে স্ট্রিট অব সিল্কের এক যৌনকর্মী জানান, ‘এতদিনে অ্যাগনের যন্ত্রনা থেকে মুক্তি পাবো বলে মনে হচ্ছে। অভিনন্দন জানাই আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, প্রিয় ভরসা, শেষ আশ্রয়স্থল, প্রিয় কর্মী মূল্যায়নের কারিগর, সৎ কাজের সাহসদাতা, আমাদের আস্থা, অস্ত্বিত্বের বড় ভাই জেস, লুক এবং ডেমন টার্গারিয়ানসহ বাকি সবাইকে। আপনারা আছেন বলেই আজ থেকে আমরা নির্বিঘ্নে ঘুমাতে পারবো। আপনারাই জনগণের প্রহরী ও নিরাপত্তাদাতা...’

অনুষ্ঠান শেষে কিংস ল্যান্ডিং ও ড্রাগনস্টোন মুখরিত হয় নবনিযুক্ত ছাত্রলীগ কমিটির আনন্দ মিছিলে। এসময় হাই ভ্যালেরিয়ান ভাষায় ‘এসো নবীন দলে দলে...’ সূচক স্লোগানে ফেটে পড়েন উপস্থিত সবাই। হাতে থাকা ব্যানারগুলোতে দেখা যায় সদ্য পদপ্রাপ্ত নেতাদের পাসপোর্ট সাইজের সেক্সি ছবি। মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগ নেতারা এ অর্জনের জন্য সদ্যবিগত হওয়া কিং অব দ্য অ্যান্ডালস, দ্য রয়নার, দ্য ফার্স্ট ম্যান, কিং অব সেভেন কিংডম,প্রটেক্টর অব দ্য রেলম ভিসেরিস টার্গারিয়ানকে ধন্যবাদ জানান।

তবে আশ্চর্য ব্যাপার হলো অনুষ্ঠান শেষ হবার আগেই কিংস ল্যান্ডিং এ ঘোড়ার গাড়ি ভর্তি অসংখ্য হেলমেট, হকি স্টিক, রাম দা, ছেনি ইত্যাদির আগমন ঘটে। ওয়েস্টেরোসের কেউই এই জিনিসগুলোর সাথে পরিচিত না হওয়ায় সবাই বেশ চিন্তিত ও দ্বিধাগ্রস্ত। এ ব্যাপারে কিংস ল্যান্ডিং এর ছাত্রলীগ কমিটিকে প্রশ্ন করা হলে তারাও এ ব্যাপারে অবগত নন বলে জানান৷

৩০৫ পঠিত ... ১৮:৫৫, অক্টোবর ২০, ২০২২

Top