চাঁটগাইয়াদের সাথে আত্মীয়তা করতে চান হাউজ টারগারিয়ান ও ল্যানিস্টার

৬২৭ পঠিত ... ১৬:৫৬, অক্টোবর ১৬, ২০২২

Lanistar--o-targarian

বাংলাদেশের বিভাগীয় শহর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ,পরিচ্ছন্ন রাস্তাঘাট,পাহাড়ের সমারোহ সবমিলিয়ে চট্টগ্রামকে করে তুলেছে অনন্য। তবে শুধু তাই নয়, চট্টগ্রামের মানুষও পিছিয়ে নেই কোনো অংশে। তবে বিস্ময়কর ব্যাপার হলো ইতিহাসে প্রথমবারের মতো চাঁটগাইয়াদের টানেই বাংলাদেশে আসছেন হাউজ টার্গারিয়ান ও ল্যানিস্টার। তাদের প্রতিনিধি রেনেরা ও ডেমন গত বৃহস্পতিবার এই তথ্য দেন eআরকি প্রতিনিধিকে। নিঃসন্দেহে চাঁটগাইয়াদের এ অর্জন বাঙালি জাতির র ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

এ ব্যাপারে অ্যানসেস্টর ডেমন টারগারিয়ান ভিডিও কলে জানান, ‘আমরা ভাবতাম শুধু আমরাই বুঝি ব্লাডলাইন পিউর রাখতে চাই। একটু খোঁজ খবর নিয়ে বাংলাদেশীদের কথাও জানতে পারি। খুবই ভালো লাগে। তাই ভাবলাম ওদের সাথে আত্মীয়তা তো করাই যায়! আমার স্ত্রী রেনেরাও এ ব্যাপারে সমর্থন দিয়েছে। কী বলো বউ?’

ওই মুহুর্তে পাশ থেকে রেনেরা বলে ওঠে, ’জী আঙ্কেল…’

তবে হাউজ ল্যানিস্টারের পক্ষ থেকে কে আসছে এখনো জানা যায়নি। চট্টগ্রামের মানুষের কাছ থেকে জানা গেছে, সার্সেই ল্যানিস্টার ছাড়া অন্য যে কোনো ল্যানিস্টারকেই তারা মেজবান খাইয়ে আপ্যায়ন করতে রাজী আছেন।  

তাদের আসন্ন আগমনে আনন্দে হতবাক চট্টগ্রামবাসী। তাদের কেউ কেউ এখনো বিশ্বাসই করতে পারছেন না আসলেই রেনেরা এবং ডেমন আত্মীয়তা করতে আসছেন কি-না। অনন্যা (২৪) নামের এক তরুণী জানান, ‘চাটগাইয়া রক্তই আমাদের আসল চিন্তা। আমরা বিয়ে করি এই ব্লাডলাইনের জন্যই। ল্যানিস্টার বলেন আর টার্গারিয়ান বলেন একদিন সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাব আমরা…’

মজার ব্যাপার হলো, এই তরুণীর গোপন তথ্য ফাঁস করে দেন তার ছোট বোন অন্বেষা। সে প্রতিবেদককে জানায়, ’আপুর কথা বিশ্বাস করবেন না। ও ডেমন টার্গারিয়ানকে প্রচণ্ড ভালোবাসে। এমনকি প্ল্যান করছে ডেমন দেশে আসলে কয়েকদিন ডেট করে উনার সাথে কিংস ল্যান্ডিং এ ভেগে যাবে। ঘুমের মধ্যে মাঝেমাঝে ‘ড্রাকারিস' বলে চিল্লায়! অবস্থাটা চিন্তা করেন। আমি অবশ্য আম্মাকে জানায়ে দিছি ব্যাপারটা। কয়েকদিনের মধ্যেই ফুপাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হইছে …হে হে হে...’

তবে ছোটবোনের দাবিকে উড়িয়ে দিয়েছেন চট্টগ্রামের সেই তরুণী। তিনি বলেন, ‘এতগুলা কাজিন থাকতে ডেমনকে ভালোবাসবো কেন?’

৬২৭ পঠিত ... ১৬:৫৬, অক্টোবর ১৬, ২০২২

Top