ওয়ার্ক ফ্রম ট্যুর চান কর্মজীবীরা

৩৩১ পঠিত ... ১৭:১৭, অক্টোবর ১৩, ২০২২

Work-from-tour

পূজার ছুটিতে কর্মজীবীরা একটু দম ফেলার ফুসরত পেয়ে বেশিরভাগই দৌড় দিয়েছিলেন পাহাড় বা সমুদ্রের ডাকে। এ ডাকের মোহে একবার যে পড়েছে, তার থেকে ছুটে আশা বেশ কঠিন কাজ। ঠিক একারণেই এক অসম্ভব আবদার জানিয়েছেন কর্মজীবীরা। গত সোমবার এক বৈঠকে জাতীয় কর্মজীবী কমিটির সভাপতি জানান তারা সর্বসম্মতিক্রমে ওয়ার্ক ফ্রম ট্যুর চান।

এ ব্যাপারে নাজমুল হক (৩০) নামের এক তরুণ সেন্টমার্টিন থেকে জানান, ‘এতদিন ধরে চাকরি করতেছি,কিন্তু এরকম আর কখনো ফিল হয় নাই। এক মুহুর্তের জন্যও বোর হচ্ছি না। সমুদ্রকে সামনে নিয়ে কাজ করি, সমুদ্রই আমার সব কাজের সাক্ষী।’

এর সাথে সহমত জ্ঞাপন করে আরোও অনেকেই।

তবে সরকারি চাকরিজীবীদের এমন প্রস্তাবে খুব একটা উত্তেজনা কিংবা চাওয়া পাওয়া নেই বলেই জানিয়েছেন একদল সরকারি কর্মকর্তা। তারা বলেন, ‘এ আর নতুন কি, আমরা আগেই থেকেই ওয়ার্ক ফ্রম ট্যুর করি। সুইজারল্যান্ডে গাছ লাগানো শিখতে যাওয়ার মতো বিভিন্ন এক্সট্রাকারিকুলারের সাথে আমাদের পরিচয় আরও আগে থেকেই। আমাদের এবার নতুন কিছু দরকার। ওয়ার্ক ফ্রম মাইন্ড করা গেলে ভালো হতো, মনের কাজই বড় কাজ।’

এ ব্যাপারে ওয়াসার এমডি তাকসিম এ খানের সাজেশন চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি।

৩৩১ পঠিত ... ১৭:১৭, অক্টোবর ১৩, ২০২২

Top