ওয়ার্ল্ড কাপ থিম সং-এ অংশগ্রহণ করতে চান হিরো আলম

৬৩১ পঠিত ... ১৮:৪৬, অক্টোবর ১০, ২০২২

Hero-alom

গতকাল নোরা ফাতেহির 'Light the sky' গানটি প্রকাশ রিলিজ হওয়ার পর ইন্টারনেট জগতে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার জোয়ার। এবার এ ব্যাপারে মুখ খুললেন হালের জনপ্রিয় সব্যসাচী হিরো আলম। এ ব্যাপারে গতকাল বগুড়ার ছিলিমপুর এলাকায় এক ভুয়া সংবাদ সম্মেলন ডাকেন তিনি।

সম্মেলনে তিনি বলেন, ‘এই ঘোষণাটা আরও আগেই দেওয়া উচিৎ ছিলো। তবুও বলছি কারণ, বেটার লেট দ্যান নেভার। এবার ওয়ার্ল্ড কাপ-২০২২ এর জন্য আমি একটি থিম সং প্রস্তুত করেছি। গানটির গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী—সবকিছুই আমি। আশা করি, আমার মেধা এবং পরিশ্রমের উপর আপনাদের পূর্ণ আস্থা আছে। এবার নোরা ফাতেহি ‘লাইট দ্য স্কাই’ নামের একটি গান গেয়েছেন।

প্রিয় উপস্থিতবর্গ, আপনারাই বলুন নোরা ফাতেহির কী এমন আছে যা আমার নেই?’

এমন প্রশ্নে উপস্থিতদের ভেতর কানাঘুষা শুরু হলে হিরো আলম আবার বলেন, ‘আপনারা অন্য কিছু ভাববেন না। আমি ট্যালেন্টের কথা বলছি। তার মতো আমার শরীর কিংবা নাচ নেই, কিন্তু তার চেয়ে ভালো গলা আছে। উনি পারলে আমি পারবো না কেন? ফিফা যদি ন্যুনতম গুণীর কদর করতে জানেন অবশ্যই আমার গানটিকে তারা থিম সং হিসেবে প্রকাশ করবে... বাকিটুকু আল্লাহ ভরসা, দেখা যাক।’

শুধু তাই নয়, হিরো আলম প্রোডাকশন কোম্পানির ম্যানেজার জানান, তাদের ড্যান্স টিমের কোরিওগ্রাফি এবং নাচ তোলাও শেষ। ফিফার পারমিশন পেলেই শ্যুটিং শুরু হবে। ঘটনাক্রমে eআরকি'র পক্ষ থেকে  ফিফার সাথে যোগাযোগ করা হলে ফিফার সংগীত পরিচালক জানান, ‘হিরো আলম স্যার গান গাইবেন এ তো আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের ব্যাপার! তো এটা আপনারা আগে বলবেন না? স্যার গান গাইলে তো ৫-৬টা থিম সং-এর দরকারই ছিলো না। উনারটাই যথেষ্ট হতো... যাহোক, উনাকে প্রিপারেশন নিতে বলেন।’

এমন খবরে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে হিরো আলমের বন্ধু, শুভাকাঙ্ক্ষী, ভক্তসহ পুরা এলাকাবাসী। আজ সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় ২০০০ কেজি মিষ্টিও বিতরণ হয়েছে। তবে রবিন (৬০) নামে হিরো আলমের পাশের বাড়ি বৃদ্ধ বলেন, ‘কবে গান গাইবো ওয়? ওইদিন সকাল থাইকা আমার সাবধান থাকতে হইবো, হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। এর আগেও একবার ওর গান শুইনা হার্ট অ্যাটাক করছিলাম। আমারে বাবারা আগেই জানায়ো....’

৬৩১ পঠিত ... ১৮:৪৬, অক্টোবর ১০, ২০২২

Top