কেমিস্ট্রিতে নোবেল না পাওয়ায় হতাশ শাহরুখ-কাজলের ভক্তরা

৩৪৭ পঠিত ... ১৭:১১, অক্টোবর ০৫, ২০২২

Chemistry-nobel

এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, ক্যারোলিন আর বেরতোজি (যুক্তরাষ্ট্র), মর্তেন মেলদাল (ডেনমার্ক), কে বেরি শার্পলেস (যুক্তরাষ্ট্র)

নোবেল অ্যাসেম্বলি জানায়, ক্লিক রসায়ন এবং বায়োর্থোগোনাল রসায়নে অগ্রগতির জন্য এই বিজ্ঞানীরা রসায়নে নোবেল পেলেন। 

এদিকে কেমিস্ট্রিতে শাহরুখ-কাজলকে পাশ কাটিয়ে এই তিন বিজ্ঞানীকে নোবেল দেওয়ায় হতাশ হয়েছে শাহরুখ-কাজলের ভক্তরা। শাহরুখ-কাজলের কেমিস্ট্রির উপর পৃথিবীতে আর কোন কেমিস্ট্রি নেই বলে জানিয়েছেন মীর রায়হান মাসুদ নামের এক ডাইহার্ড শাহরুখ-কাজল জুটি ফ্যান।  

তিনি বলেন, ‘শাহরুখ-কাজলকে দেখেই আমরা কেমিস্ট্রি শিখেছি। কেমিস্ট্রিতে নোবেল পেলে তারাই পাবে। সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন শাহরুখ-কাজলের সিনেমা রিভাইজ দিয়েই পাস করতাম। নোবেল কমিটির এভাবে শাহরুখ কাজলকে ইগ্নোর করা মেনে নিতে পারলাম না।‘

হতাশার কথা জানিয়েছেন রাসায়াত রহমান জিকো নামে আরও এক ভক্ত। নোবেল কমিটির এমন সিদ্ধান্তকে বায়াসড, উদ্দেশ্যপ্রণোদিত ও অবমূল্যায়িত আখ্যা দিয়ে তিনি বলেন, ‘কাদেরকে নোবেল দিছে বুঝি না। নোবেল দেয়ার আগে তারা শাহরুখ-কাজলের কিছু সিনেমা দেখবে না! তাইলে তো এত বড় ভুল করতো না।’

নোবেল কমিটিকে আলোর পথে আসার পরামর্শ দিয়ে অন্য এক ভক্ত বলেন, ‘প্রতিবছরই কেমেস্ট্রিতে শাহরুখ-কাজলকেই নোবেল দেয়া উচিত।‘

যদিও অজয় দেবগন ও গৌরি খান নোবেল কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘নোবেল কমিটি ঠিকই আছে। এইসব ভগিচগি কথাবার্তা না শুনলেও চলবে।‘

৩৪৭ পঠিত ... ১৭:১১, অক্টোবর ০৫, ২০২২

Top