বিবর্তন নিয়ে এ বছরের নোবেল পুরস্কারের তীব্র বিরোধিতা করলেন চট্টগ্রামের সাজিদ

২১৬৭ পঠিত ... ১১:০৩, অক্টোবর ০৪, ২০২২

Biborton-nobel

মানুষ বা  Homo Sapiens এর সবচেয়ে কাছাকাছি স্পিশিস হলো নিয়ান্ডার্থাল বা Homo neanderthalensis. আজ থেকে প্রায় চল্লিশ হাজার বছর আগেই ইউরেশিয়া থেকে এদের বিলুপ্তি ঘটে। তবে এবছর চিকিৎসাবিজ্ঞানে সুইডিশ বিজ্ঞানী ও প্যালিওন্টোলজিস্ট সাভান্তে পাবো নিয়ান্ডার্থালদের জিনোম সিকুয়েন্সিং এর জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। গবেষণার মাধ্যমে সাভান্তে ও তার দল দেখান হোমো স্যাপিয়েন্স এবং নিয়ান্ডার্থালদের ইন্টারব্রিডের ফলাফল হিসেবেই আজকের মানুষ তার জায়গায় দাঁড়িয়ে আছে । এমনকি এখনো ২% আফ্রিকানদের ভেতর নিয়ান্ডার্থাল জিন দেখা যায়।

এ তথ্য ও গবেষণার ফলাফল আমাদের জন্য বিস্ময়কর ও অভাবনীয় হলেও অনেকেই চটেছেন বিবর্তন নিয়ে বেশি ঘাটাঘাটি করার কারণে। এক গোপন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সাজিদ নামের এক ব্যক্তি ইতিমধ্যে নোবেল পুরস্কারকে ভুয়া ঘোষণা দিয়ে প্রেস কনফারেন্সও ডেকেছেন।

এ ব্যাপারে সাজিদ বলেন,’এসব ইহুদী নাসারাদের কথায় বিশ্বাস করি না । বিবর্তন সত্যি হইলে আমার পোষা বান্দরও এতদিনে মানুষ হয়ে যেতো। যতসব আজাইরা প্যাচাল। তবে আমার প্রিয় বিজ্ঞানী ইব্রাহীম হুজুর বললে এই কথা মেনে নিতে সমস্যা নাই। উনি এর আগেও অনেক জিনিস আবিষ্কার করেছেন। পাবো টাবোর কথা আমরা কেন বিশ্বাস করবো?’

দীর্ঘ বক্তব্য শেষে পেছনে দাঁড়ানো আরও দুই হাজার মানুষের উদ্দেশ্যে সাজিদ জানতে চান ,’কথা ঠিক না বেঠিক?’ উপস্থিত সবাই 'ঠিক' বলেই সহমত জানান।

এদিকে আরিফ(৩৮) নামের আরেক ভদ্রলোক বলেন, ‘শুনলাম পাবো নাকি বহু বছর ধইরা গবেষণা করতেছে। এতদিন পিছে পরে থাকলে পাবো তো নোবেল পাবেই। এছাড়া আমরা এমনিতেই অনেক জিনিয়াস,আমাদের এই নোবেল পুরস্কারের জন্য এত কষ্ট করার কোনো দরকার নাই। নীলক্ষেত থেকেই সার্টিফিকেট বানায়া ফেসবুকে কাভার ফটো দিতে পারি। তবে চিন্তা করছি পরের বছর সত্যি সত্যি আমরাও অ্যান্টি ইভোলিউশন থিওরিতে নোবেল নিবো। আমার মেজ বোনের ননাসের দুই নাম্বার ছেলে অনেক বড় নেতা । লাগলে উনাকে দিয়ে নোবেলের জন্য লবিং করাবো…’

তবে উপস্থিত অনেকের মধ্যে সবার নজরে আসেন সালসাবিল নামের একটি মেয়ে। তিনি বলেন ,’ভাবতেই অবাক লাগছে আপনারা সবাই জীবনে নোবেল পেতে চান দেখে। আমি এই জীবনে আর নোবেল চাই না। এনাফ এক্সপেরিয়েন্স হইছে দুই বছর সঙসার করে। মাফ চাই…’

২১৬৭ পঠিত ... ১১:০৩, অক্টোবর ০৪, ২০২২

Top