রেস্টুরেন্টের মেন্যুতে যোগ হচ্ছে 'পাশের টেবিলে যেটা খাচ্ছে ওটা' ডিশ

১৭৪১ পঠিত ... ১৬:৫৪, অক্টোবর ০৩, ২০২২

Resturent

রেস্টুরেন্টে খেতে গেলে মেন্যু নিয়ে নানাবিধ সমস্যায় পড়েন অনেকে। মেন্যু বাদ দিয়ে পাশের টেবিলের খাবার অর্ডার দেয়ার জন্য অনেকেরই মন আঁকুপাঁকু করে। এবার তাদের সুবিধার জন্য রাজধানীর এক অভিজাত রেস্টুরেন্ট ‘পাশের যেটা খাচ্ছে ওটা’নামে নতুন এক মেন্যু নিয়ে এসেছে।  

এ ব্যাপারে 'জিমসন কাপ' রেস্টুরেন্টের ওয়েটার গাউস উদ্দিন বলেন, ‘মেন্যু পড়ার পরও কাস্টোমাররা এমন নানান সব প্রশ্ন করে নিজেরাই বেকুব হয়ে যাই। সেজন্য আমরা এমন মেন্যু নিয়ে আসলাম। কোনো ঝামেলা নাই। বেশি তাড়া থাকলে পাশের টেবিল থেকে অর্ধেক খাবার দিয়ে দিবো। ঝামেলা শেষ!’  

এই সময় গাউন উদ্দিন আমাদেরকে কানে কানে বলেন, ‘কী আর বলবো ভাই! আমি নিজেও অনেক মেন্যু ঠিকঠাক জানি না। ‘পাশের টেবিলে যেটা খাচ্ছে ওটা’মেন্যুটা আমার জন্যও সুবিধা হবে!’ 

এমন মেন্যুকে স্বাগত জানিয়েছে কালেভদ্রে রেস্টুরেন্টে যাওয়া মানুষেরা। আবদুল জব্বার নামের একজন বলেন, ‘মেন্যুতে কী কী জানি লেখা থাকে! মনে হয় হিব্রু ভাষা। বুঝি না। এর আগে কয়েকবার কী খাচ্ছে বুঝার জন্য পাশের টেবিলের দিকে তাকিয়ে থেকে মারধরের শিকারও হয়েছি। নতুন এই মেন্যু আসলে এই সমস্যা হবে না আশা করি।‘

১৭৪১ পঠিত ... ১৬:৫৪, অক্টোবর ০৩, ২০২২

Top