বাসায় অতিথি আসা রোধ করতে চাহিদা বাড়ছে ছাত্রলীগের

৩৩৫ পঠিত ... ১৭:৩০, সেপ্টেম্বর ২৮, ২০২২

Otithi (1)

গতকাল ঢাকা বিশ্ববি্দ্যালয় ছাত্রদলের কর্মীদেরকে মারধোর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। জানা যায়, নবগঠিত কমিটি নিয়ে ভিসির সাথে দেখা করতে নীলক্ষেত মোড়ে ছাত্রদলের উপর চড়াও হয় ছাত্রলীগ।

এভাবে ভিসির গেস্টকে আটকে দেয়ায় ছাত্রলীগের উপর নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছে নেটিজেনরা। অনেকে বাসায় আসা অতিথি আসা রোদ করতে ছাত্রলীগকে ভাড়া করছেন বলেও একটি কাল্পনিক সূত্র থেকে জানা যায়। চাহিদা বাড়ায় জোগান দিতেও হিমসিম খাচ্ছে ছাত্রলীগ।

এমনই একজন বলেন, ‘আমার বাসায় হুদাই গেস্ট আসে। এত গেস্ট ভালো লাগে না। ছাত্রলীগ যেভাবে ভিসির সাথে দেখা করতে আসা ছাত্রদলকে পিটিয়ে তাড়িয়েছেন তা আমাকে মুগ্ধ করেছে। ভাবছি, বাসায় অতিথি আসা আটকাতে ছাত্রলীগকেই দায়িত্ব দিবো।‘

ভিসিকে ভাগ্যবান বলেও মত দিয়েছেন অনেকে। এমনই একজন বলেন, ‘যে ভিসির এমন ছাত্রলীগ আছে সে ভিসি সত্যিই ভাগ্যবান। অতিথির ঝামেলা নিতে হয় না। বাসার আপেল, কমলা বেঁচে যায়।‘

এদিকে আসবে বলেও না আসায় ছাত্রদলের উপর নিজের হতাশার কথা জানিয়েছেন ভিসি আক্তারুজ্জামান। এক কাল্পনিক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘টেবিলে নাস্তা সাজিয়ে সারাদিন অপেক্ষা করেছি। চা, চমুছা, সিঙ্গারা, ছপও ছিলো। ছাত্রদলের ছেলেগুলো আসবে বলেও আসেনি। আমাকে সারাদিন অপেক্ষা করিয়ে রাখছে। এখন ওদের এই নাস্তাগুলো কে খাবে!’

৩৩৫ পঠিত ... ১৭:৩০, সেপ্টেম্বর ২৮, ২০২২

Top