ইডেন কলেজের কারিকুলামে যোগ হচ্ছে মার্শাল আর্ট

২০৬ পঠিত ... ১৭:৪২, সেপ্টেম্বর ২৬, ২০২২

Martial-Art

শনিবার রাত থেকে ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে যেটি মারামারিতে রুপ নেয়। রবিবার দিনেও দু’পক্ষের পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে।

এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া মারামারির ভিডিও দেখে হতাশা প্রকাশ করেছে নেটিজেনরা। মারামারি যথেষ্ট আকর্ষণীয় হয়নি বলে অভিযোগ তুলেছে অনেকে।  

এমনই একজন বলেন, ‘ইডেনের মারামারি দেখলাম। ছাত্রলীগ ঘরানার অ্যাকশন একদম নেই বললেই চলে। ভালো লাগেনি। আমরা আরও ভালো কিছু আশা করেছিলাম। অন্তত চাপাতি, রাম দা না হোক, অন্তত হকস্টিকের কিছু কারিকুরিও থাকতে পারতো।‘

এদিকে একটি ভূয়া সূত্র থেকে জানা গেছে, নেটিজেনদের এমন সমালোচনাকে আমলে নিয়েছে ইডেন কলেজ প্রশাসন। ইডেন কলেজের কারিকুলামে মার্শাল আর্ট, কারাতে, কুংফু, অস্ত্রবিদ্যার মত আধুনিক শান্তিপ্রিয় বিষয় যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন একজন।

প্রশাসনের এক ব্যক্তি ভূয়া একটি সূত্র মারফত আমাদের বলেন, ‘মেয়েরা ভালো করেনি, মেনে নিচ্ছি। মেয়েরা যাতে আরও ভালো করতে পারে সেজন্য আমরা এইসব কোর্স নিয়ে আসছি। ইনশাল্লাহ, সামনে আপনাদেরকে আরও আকর্ষণীয়, উত্তেজনাপূর্ণ ও রক্তক্ষয়ী মারামারি উপহার দিতে পারবো।‘

ছাত্রলীগের মেধাবী ভাইয়াদের মাধ্যমে ক্লাস নেয়া হবে বলেও জানান একজন। তিনি বলেন, ‘ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ দেশের বিভিন্ন ক্যাম্পাসের ছাত্রলীগের মেধাবী ভাইয়া ও আপুদের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্লাস নেয়া হবে। আশা করি, এক বছরের মধ্যে এই সেক্টরে আমরা সফলতা নিয়ে আসতে পারবো।‘

২০৬ পঠিত ... ১৭:৪২, সেপ্টেম্বর ২৬, ২০২২

Top