চ্যাম্পিয়ন হলে ছাদখোলা বাসে সংবর্ধনা চেয়েছেন দুর্নীতিবাজরা

৫৩৪ পঠিত ... ১৮:৫১, সেপ্টেম্বর ২১, ২০২২

Durnitite-champion-hole

সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলার মেয়েরা। দেশের মানুষের ভালোবাসার পাশাপাশি পাচ্ছেন ছাদ খোলা বাসে শহর প্রদক্ষিণ করা সংবর্ধনা।

এদিকে এমন সংবর্ধনা দেখে খুশী হওয়ার পাশাপাশি নিজেদের সংবর্ধনার দাবি তুলেছে দেশের আপামর দুর্নীতিবাজ সমাজ। সামনের বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলে এমন সংবর্ধনা চান বলে তারা জানান।

এমনই একজন বলেন, ‘দেশের জন্য আমরাও কাজ করি। এই যে, নিজেদের নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে, পাপ করার ঝুঁকি নিয়ে আমরা দুর্নীতি করে চ্যাম্পিয়ন হই, কাদের জন্য! এই দেশের জন্যই তো নাকি! ওদের সংবর্ধনা দিছে ভালো কথা, আমাদেরকেও সংবর্ধনা দেয়া উচিত।‘

গুনীদের সম্মান করতে এই দেশের মানুষ কার্পণ্য করে মতামত দিয়ে অন্য একজন বলেন, ‘আমরা এর আগেও একাধিকবার দেশকে দুর্নীতিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করে এনেছি। যখন আমাদেরকে এমন সম্মান দেয়া হয়নি। সেজন্য দেশ এখন দুর্নীতিতে ২,৩ বা ৪ থাকে। চ্যাম্পিয়ন হতে পারে না। যে দেশে গুণীর কদর নাই, সে দেশ কীভাবে চ্যাম্পিয়ন হবে?’

বিআরটিসির বাসেই সংবর্ধনা নেবেন কি না জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, ‘নেয়া যায়। তবে বাসটিকে কিনতে হবে সুইডেন থেকে। দাম দিতে হবে ৫ গুণ বেশি। সংবর্ধনা নেয়ার সময় নিজেদের দায়িত্ব ভুলে যাওয়ার মত মানুষ আমরা নই!’

৫৩৪ পঠিত ... ১৮:৫১, সেপ্টেম্বর ২১, ২০২২

Top