নারী ফুটবলারদের ছবি ওয়ালপেপার হিসেবে রাখার অনুমতি নিখিল বাংলা স্ত্রী সমিতি

৪০৪ পঠিত ... ২০:১২, সেপ্টেম্বর ১৯, ২০২২

Nari-footballerder-chobi (1)

বাংলার স্ত্রীরা প্রেমিকা হিসেবে অনন্য। আজীবনই তারা অন্য নারীর ব্যাপারে ঈর্ষাপরায়ণ, বিশেষ করে তা যদি আরও হয় তাদের স্বামীর সাথে সম্পর্কিত।  

তবে আজ ১৯ সেপ্টেম্বর স্বামীদের জন্য এক বিশেষ দিন। নিখিল বাংলা স্ত্রী সমিতি নারী ফুটবলারদের ছবি ওয়ালপেপার হিসেবে রাখার অনুমতি দিয়ে বিশেষ উদারতার পরিচয় দিচ্ছেন।

আজ সাফ ফাইনালের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নারী ফুটবলাররা নেপালকে হারিয়ে জিতে নিয়েছেন শিরোপা। এই আনন্দ শুধু তাদের নয়, সারা দেশবাসীর। মূলত এই উদযাপনে শরীক হতেই স্বামীদের এমন অনুমতি দিয়েছেন স্ত্রী সমাজ।

এ ব্যাপারে সুলতানা রাজিয়া নামের এক গৃহকর্মী জানান, ‘শুধু স্বামীরা না, আজকে আমরাও ওদের ছবি ফোনের ওয়ালপেপার দিয়ে রাখবো। খুব চাইছি যেন মেয়েগুলো একটা ভালো সংবর্ধনা পায়...’ সবিতা নামের আরেক স্ত্রী জানান, ‘আমার স্বামী খালি নায়িকাদের ছবি ওয়ালপেপারে দিতো। পরে ওর মোবাইল ব্যবহার করাই বন্ধ করে দিছিলাম। তবে আজকে মোবাইলটা ফেরত দিছি। প্রমিজ করছে ওয়ালপেপারে মারিয়া হুন্দার ছবি দিয়ে রাখবে...’

শুধু মোবাইলের ওয়ালপেপারেই নয়, রুমের দেওয়ালে পোস্টারও ঝোলাচ্ছেন অনেকেই। কেউ A4 কাগজ আবার কেউ বিশাল সাইজের পোস্টার বানিয়ে নিচ্ছেন ঘরে। তবে মর্জিনা নামের আরেক গৃহকর্ত্রী জানান, ‘আমার হাজব্যান্ডের ভরসা নাই। আগে দেখতাম ঘরে নায়কের পোস্টার টানানো। তবে ওইটার নিচে যে কী থাকতো....! আস্তাফফিরুল্লাহ, মনে করতে চাই না। তবে আজকে দেখলাম কাহিনী পুরাই আলাদা। প্রথমেই অধিনায়ক সাবিনা খাতুনের পোস্টার, তার নিচে কৃষ্ণা রাণী সরকার, তার নিচে ঋতুপর্ণা চাকমা...খুব ভালো লাগতাছে দেইখা।’

৪০৪ পঠিত ... ২০:১২, সেপ্টেম্বর ১৯, ২০২২

Top