নাসায় ডাক পাচ্ছেন বিজ্ঞানী ওমর সানী

৩০৬২ পঠিত ... ১৭:১২, সেপ্টেম্বর ১৪, ২০২২

Nasa-omor-sani

বড় পর্দার ঝলমলে নায়ক আমাদের প্রিয় ওমর সানী । তবে এতদিন তার জ্ঞানের পরিধি শুধুমাত্র সিনেমাকেন্দ্রিক হলেও ধীরে ধীরে তা বিকশিত হচ্ছে নানা ক্ষেত্রে। ‘এজিং লাইক ফাইন ওয়াইন’এর যোগ্য উদাহরণ হিসেবে এগিয়ে চলছেন সানী। কিছুদিন পরপরই তাকে আলোচনায় আসতে দেখা গেলেও এবার আলোচনায় আসার বিষয়টি একাডেমিক এবং অত্যন্ত সিরিয়াস।

সম্প্রতি তিনি তার পদার্থবিজ্ঞান ও ভূতত্ত্ববিজ্ঞান সম্পর্কে মূল্যবান গবেষণা প্রকাশ করেছেন ফেসবুক প্রোফাইলে। এ পোস্ট দেখার পর বাংলাদেশসহ বহির্বিশ্বে তার মেধার প্রশংসার রোল পড়ে যায় । তবে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও গর্বের ব্যাপার হলো প্রথম বাংলাদেশী ও অভিনেতা হিসেবে নাসায় ডাক পাচ্ছেন বিজ্ঞানী ওমর সানী।

এ ব্যাপারে চুচুচান (৪৯) নামের একজন বিজ্ঞানী বলেন, ’সানী স্যারের মতো আমরাও ফ্ল্যাট আর্থে বিশ্বাস করি । স্যার যেভাবে মধ্যাকর্ষণ কেন্দ্র, চৌম্বকীয় আকর্ষণ কেন্দ্র, মহাজাগতিক রশ্মি বোঝালেন, অসাধারণ! আমাদের এরকম টিউটর দরকার। সবকিছু বিবেচনা করেই স্যারকে আমরা ‘লিভিং টেসলা’ সম্মাননায় ভূষিত করার কথা ভাবছি।‘

এদিকে ওমর সানীর থিওরিতে মুগ্ধ হয়ে ওপার থেকে নিউটন, আইনস্টাইন, রাদারফোর্ডসহ আরও অনেকেই ক্ষুদে বার্তা পাঠাচ্ছেন। আইনস্টাইন লিখেছেন, ’লোকটা কী ভয়াবহ জিনিয়াস ভাবতেই হিংসা হচ্ছে। আমি সারাজীবন পড়ালেখা করেও এত ভালো থিওরি দিতে পারলাম না, আর এই লোকটা সারাজীবন চাবুকের বাড়ি খেয়েও কী মেধাবী রয়ে গেলো। আম্মা বেঁচে থাকলে নিশ্চয়ই সানী ভাইয়ের পা ধোয়া পানি খেতে বলতেন…’

৩০৬২ পঠিত ... ১৭:১২, সেপ্টেম্বর ১৪, ২০২২

Top