রাণীর মৃত্যুর পর যারা ফানি পোস্ট করেছে, তারা পাবে না ইউকের ভিসা

৯৫৭ পঠিত ... ১৭:৪৭, সেপ্টেম্বর ১০, ২০২২

Funny-postkarira-UK-visa-pabena

বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ। রাণী মৃত্যু নিয়ে সারাবিশ্বেই চলছে আলোচনা। কেউ শোক জানাচ্ছেন, কেউ বা করছেন মজা। বিষয়টি নজরে এসেছে যুক্তরাজ্য সরকারেরও। এক ভূয়া বিবৃতি দিয়ে বিষয়টি সম্পর্কে নিজেদের অভিমতও জানিয়েছে দেশটি।

বিবৃতিতে দেশটি জানায়, রাণীর মৃত্যু নিয়ে যারা শোক জানিয়েছে, ফেসবুকে ও টুইটারে ভালো ভালো পোস্ট করেছে তাদের সবাইকে দেয়া হতে পারে ইউকের ভিসা। পাশাপাশি যারা মজা করেছে তাদের লিস্টও করা হয়েছে। যারা মজা করেছে তাদের পরবর্তী ৫ প্রজন্ম পর্যন্ত কেউই ভিসা পাবেন না।

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ইউকে সরকারের এক উচ্চপদস্ত কর্মকর্তা ভূয়া এক তারবার্তায় বলেন, ‘সবার স্ক্রিণশট আমাদের কাছে আছে। খোঁজ খবরও নেয়া হচ্ছে। সেই অনুযায়ী আমরা কাজ শুরু করছি। লিস্ট তৈরি প্রায় হয়ে গেছে।’  

যারা নিরপেক্ষ থেকেছে তাদের ব্যাপারেও নিজেদের অবস্থানের কথা জানায় তারা। একজন বলেন, ‘নিরপেক্ষ বলে কিছু নাই। কে কে লাইক, কমেন্ট, শেয়ার করেছেন সেগুলোও আমরা দেখছি। কাউকে ছাড় দেয়া হবে না।‘

এদিকে কিছু সংখ্যক মানুষকে নিয়ে কিছুটা চিন্তায় আছেন তারা। এমনই একজন বলেন, ‘কয়েকজনকে দেখলাম, শোক জানানো পোস্টে কান্নার ইমোজি দিছে। আবার মজার পোস্টে লাভ দিছে। এদেরকে নিয়ে চিন্তায় আছি। কী করবো বুঝতেছি না।‘

৯৫৭ পঠিত ... ১৭:৪৭, সেপ্টেম্বর ১০, ২০২২

Top