নিজেদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ডিসকাউন্ট চায় মিরপুরবাসী

২৮৫ পঠিত ... ১৬:৩৬, সেপ্টেম্বর ০৭, ২০২২

Metrorail-ajibon-discount (1)

নির্ধারণ করা হয়েছে মেট্রোরেলের ভাড়ার তালিকা। প্রতি কিলোমিটার ভাড়া ধরা হয়েছে ৫ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভ্রমণের ভাড়া ১০০ টাকা।  

এদিকে মেট্রোরেলের ভাড়ায় বিশেষ ডিসকাউন্ট চেয়েছে মিরপুরবাসী। মেট্রোরেল নির্মাণের পুরো সময়টা নিজেদের সুখ-শান্তি বিসর্জন দেয়ার প্রতিদানস্বরুপ এই সুবিধাটুকু পাওয়া উচিৎ বলে দাবি করেছেন তারা।

সর্বহারা মিরপুরবাসীর পক্ষ থেকে এক মিরপুরবাসী বলেন, ‘মেট্রোরেলের সাথে আমাদের মা-সন্তানের সম্পর্ক। আমাদের লাঞ্চে এখনো মেট্রোরেলের ধুলা পাবেন। এই যে আমার পেকে যাওয়া চুল দেখছেন, এখানেও মিশে আছে মেট্রোরেলের ধুলা। জ্যাম, বর্ষা, কন্সট্রাকশনের আওয়াজের কষ্ট তো আছেই। আমাদের এইসব কষ্টের প্রতিদান দিতে হবে।‘

মেট্রোরেলের রুটে প্রতিদিন অফিস করা একজন বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে ছিলাম। ভাঙা রাস্তার ধাক্কায় ডানপাশের হাড় বাম পাশে চলে গেছে। এমন হাজারও চাকরিজীবীর ঘাম, সময় মিশে আছে এই মেট্রোরেলে। আমরা স্পেশাল সুবিধা না পেলে আর কে পাবে!’ 

কন্সট্রাকশনের আওয়াজে রাতে ঘুমাতে না পারায় চোখের নিচে কালি পড়ে গেছে রায়হান নামের একজনের। চোখের নিচের কালি দেখিয়ে তিনি বলেন, ‘এটা কালি না। এটা আমার কাছে অহংকার। মেট্রোরেলের জন্য আমার ত্যাগ স্বীকার করার চিহ্ন। আমি তো এই কালি দেখিয়ে ফ্রি-তে চলে যাবো।‘

একটা কমিশনও গঠন করার কাজ শুরু করছেন তারা। তারা জানান, এই কমিশন থেকে মেট্রোরেলের বঞ্চনা, গঞ্জনা সহ্য করা লোকদের সার্টিফিকেট দেয়া হবে। মিরপুর ছাড়াও ঢাকার অন্যান্য অঞ্চলের মেট্রোরেলের জন্য ত্যাগ স্বীকার করা ব্যক্তিদেরও সার্টিফিকেট দেয়া হবে।

২৮৫ পঠিত ... ১৬:৩৬, সেপ্টেম্বর ০৭, ২০২২

Top